২৫ অক্টোবর ২০২৫, শনিবার, ৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ভোটের আগে বড় অস্বস্তি! শুভেন্দু অধিকারীর রক্ষাকবচ প্রত্যাহার, নতুন করে এফআইআরের পথ খুলল

মোক্তার হোসেন মন্ডল
  • আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, শুক্রবার
  • / 187

পুবের কলম ওয়েবডেস্ক: কলকাতা হাই কোর্টে বড় ধাক্কা খেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ২০২২ সালে দেওয়া তাঁর রক্ষাকবচ প্রত্যাহার করে নিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। এর ফলে এখন থেকে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে আর আদালতের অনুমতির প্রয়োজন হবে না। তবে আদালত তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া ১৫টি এফআইআর বাতিল করেছেন।

২০২২ সালে বিচারপতি রাজাশেখর মান্থা শুভেন্দুকে রক্ষাকবচ দিয়েছিলেন, যা অন্তর্বর্তীকালীন ছিল বলে উল্লেখ করেন বিচারপতি সেনগুপ্ত। তিনি বলেন, কোনও অন্তর্বর্তী আদেশ অনির্দিষ্টকাল চলতে পারে না।

এছাড়া মানিকতলা-সহ পাঁচটি মামলায় সিবিআই ও রাজ্যের যুগ্ম এসআইটি (SIT) গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। ভোটের আগে এই রায় শুভেন্দুর জন্য বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়াল। তাঁর বিরুদ্ধে জমে থাকা অভিযোগে এখন পদক্ষেপ করতে পারবে রাজ্য প্রশাসন।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভোটের আগে বড় অস্বস্তি! শুভেন্দু অধিকারীর রক্ষাকবচ প্রত্যাহার, নতুন করে এফআইআরের পথ খুলল

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক: কলকাতা হাই কোর্টে বড় ধাক্কা খেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ২০২২ সালে দেওয়া তাঁর রক্ষাকবচ প্রত্যাহার করে নিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। এর ফলে এখন থেকে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে আর আদালতের অনুমতির প্রয়োজন হবে না। তবে আদালত তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া ১৫টি এফআইআর বাতিল করেছেন।

২০২২ সালে বিচারপতি রাজাশেখর মান্থা শুভেন্দুকে রক্ষাকবচ দিয়েছিলেন, যা অন্তর্বর্তীকালীন ছিল বলে উল্লেখ করেন বিচারপতি সেনগুপ্ত। তিনি বলেন, কোনও অন্তর্বর্তী আদেশ অনির্দিষ্টকাল চলতে পারে না।

এছাড়া মানিকতলা-সহ পাঁচটি মামলায় সিবিআই ও রাজ্যের যুগ্ম এসআইটি (SIT) গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। ভোটের আগে এই রায় শুভেন্দুর জন্য বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়াল। তাঁর বিরুদ্ধে জমে থাকা অভিযোগে এখন পদক্ষেপ করতে পারবে রাজ্য প্রশাসন।