শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই যাত্রী। আহত হয়েছেন আরও ছয়জন। বৃহস্পতিবার রাতে ১১০ নম্বর জাতীয় সড়কের আট মাইল সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, শিলিগুড়ি থেকে দার্জিলিংমুখী যাত্রীবোঝাই গাড়িটি সোনাদার আট মাইলের কাছে এসে হঠাৎ নিয়ন্ত্রণ হারায় এবং গভীর খাদে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ পুলিশ ও দমকলকে খবর দেন। পরে উদ্ধারকাজ চালিয়ে আহতদের হাসপাতালে পাঠানো হয়। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এখনও হতাহতদের পরিচয় জানা যায়নি, তবে তাঁরা দার্জিলিংয়ের বাসিন্দা বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে এলাকায় বৃষ্টি চলছিল, ফলে রাস্তা পিচ্ছিল থাকার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে। মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।































