০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ইসলাম কবুল করলেন ফিলিপিনো টিকটকার

ইমামা খাতুন
  • আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, মঙ্গলবার
  • / 90

পুবের কলম,ওয়েবডেস্ক: দুবাইয়ে বসবাসরত ফিলিপিনো টিকটকার ফিওনা জেমস ইসলাম ধর্ম কবুল করেছেন। পবিত্র রমযান মাসেই ইসলামের ছায়াতলে আসার সিদ্ধান্ত নেন এই ফিলিপিনো টিকটকার। জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ফিয়োনার ৮ লক্ষ ফলোয়ার রয়েছে। ইসলাম ধর্ম গ্রহণের পর ফিওনা টিকটক অ্যাপে নিজের নাম পরিবর্তন করে জয়নাব রেখেছেন। জানা যায়, পবিত্র রমযানের প্রথম সপ্তাহতেই দুবাইয়ের সাতওয়ায় অবস্থিত ইসলামিক ইনফরমেশন সেন্টারে গিয়ে ইসলাম কবুল করেন জয়নাব।

জানা যায়, আট বছর আগে ফিলিপাইন্সের রাজধানী ম্যানিলা থেকে আমিরশাহীতে চলে যান ফিওনা জেমস। জানান, আমিরশাহীর মসজিদ থেকে ভেসে আসা আযানের মধুর সুর প্রতিবারই তাঁকে আকর্ষণ করত। জয়নাব বলেন, ‘আসলে যখনই আযান শুনতাম, শান্তি পেতাম। আমি আযানের অনেক কিছুই মুখস্থ করে ফেলেছি। আযান শুনেই ইসলামের প্রতি আমার আগ্রহ তৈরি হয়।’ কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলিম হওয়ার পর বর্তমানে দুবাইয়ের ইসলামিক ইনফরমেশন সেন্টার থেকে ইসলাম বিষয়ে শিক্ষা

আরও পড়ুন: বাক্-স্বাধীনতা থাকলেই ধর্মীয় ভাবাবেগে আঘাত করা যায় না– শর্মিষ্ঠার অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ

অর্জন করছেন জয়নাব। পবিত্র কুরআন তেলাওয়াত ও চর্চাও শুরু করে দিয়েছেন তিনি। জয়নাব জানান, তাঁর ইসলাম গ্রহণের সিদ্ধান্তে তার গোটা পরিবার খুশি। বলেন, ‘আমি শান্তি অনুভব করছি। আমি নিজে থেকেই ইসলাম গ্রহণ করেছি। কেউ জোর করেনি আমাকে।’

আরও পড়ুন: ইসলামের দাওয়াত সবার জন্য

ইসলাম কবুলের পর জয়নাবকে মুসলমান হওয়ার প্রমাণপত্র দিয়েছে দুবাইয়ের ইসলামিক সেন্টার। জয়নাব আরও জানান, তিনি তাঁর ইসলাম গ্রহণের খবর টিকটকেও শেয়ার করেছেন এবং এই সিদ্ধান্তকে তাঁর ভক্তরা সমর্থন করেছে। জয়নাব বলেন, প্রথমত তার পাকিস্তানি মিত্র সালমান তাঁকে ইসলাম বিষয়ে অনেক কিছু জানতে সহায়তা করেছিলেন।

আরও পড়ুন: ইসলাম: শান্তির পয়গাম

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইসলাম কবুল করলেন ফিলিপিনো টিকটকার

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, মঙ্গলবার

পুবের কলম,ওয়েবডেস্ক: দুবাইয়ে বসবাসরত ফিলিপিনো টিকটকার ফিওনা জেমস ইসলাম ধর্ম কবুল করেছেন। পবিত্র রমযান মাসেই ইসলামের ছায়াতলে আসার সিদ্ধান্ত নেন এই ফিলিপিনো টিকটকার। জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ফিয়োনার ৮ লক্ষ ফলোয়ার রয়েছে। ইসলাম ধর্ম গ্রহণের পর ফিওনা টিকটক অ্যাপে নিজের নাম পরিবর্তন করে জয়নাব রেখেছেন। জানা যায়, পবিত্র রমযানের প্রথম সপ্তাহতেই দুবাইয়ের সাতওয়ায় অবস্থিত ইসলামিক ইনফরমেশন সেন্টারে গিয়ে ইসলাম কবুল করেন জয়নাব।

জানা যায়, আট বছর আগে ফিলিপাইন্সের রাজধানী ম্যানিলা থেকে আমিরশাহীতে চলে যান ফিওনা জেমস। জানান, আমিরশাহীর মসজিদ থেকে ভেসে আসা আযানের মধুর সুর প্রতিবারই তাঁকে আকর্ষণ করত। জয়নাব বলেন, ‘আসলে যখনই আযান শুনতাম, শান্তি পেতাম। আমি আযানের অনেক কিছুই মুখস্থ করে ফেলেছি। আযান শুনেই ইসলামের প্রতি আমার আগ্রহ তৈরি হয়।’ কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলিম হওয়ার পর বর্তমানে দুবাইয়ের ইসলামিক ইনফরমেশন সেন্টার থেকে ইসলাম বিষয়ে শিক্ষা

আরও পড়ুন: বাক্-স্বাধীনতা থাকলেই ধর্মীয় ভাবাবেগে আঘাত করা যায় না– শর্মিষ্ঠার অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ

অর্জন করছেন জয়নাব। পবিত্র কুরআন তেলাওয়াত ও চর্চাও শুরু করে দিয়েছেন তিনি। জয়নাব জানান, তাঁর ইসলাম গ্রহণের সিদ্ধান্তে তার গোটা পরিবার খুশি। বলেন, ‘আমি শান্তি অনুভব করছি। আমি নিজে থেকেই ইসলাম গ্রহণ করেছি। কেউ জোর করেনি আমাকে।’

আরও পড়ুন: ইসলামের দাওয়াত সবার জন্য

ইসলাম কবুলের পর জয়নাবকে মুসলমান হওয়ার প্রমাণপত্র দিয়েছে দুবাইয়ের ইসলামিক সেন্টার। জয়নাব আরও জানান, তিনি তাঁর ইসলাম গ্রহণের খবর টিকটকেও শেয়ার করেছেন এবং এই সিদ্ধান্তকে তাঁর ভক্তরা সমর্থন করেছে। জয়নাব বলেন, প্রথমত তার পাকিস্তানি মিত্র সালমান তাঁকে ইসলাম বিষয়ে অনেক কিছু জানতে সহায়তা করেছিলেন।

আরও পড়ুন: ইসলাম: শান্তির পয়গাম