১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জাপানের প্রধানমন্ত্রীর সভাস্থলে বিস্ফোরণ, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ফুমিও কিশিদা

পুবের কলম, ওয়েবডেস্ক: অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। দেশের ওয়াকায়ামা শহরের একটি সভায় বক্তব্য রাখতে গিয়েছিলেন কিশিদা। ঠিক সেই সময় বিস্ফোরণের শব্দ কানে আসে। অল্পের জন্য প্রাণে রক্ষা পান জাপানের প্রধানমন্ত্রী কিশিদা। তড়িঘড়ি ঘটনাস্থলে থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় প্রধানমন্ত্রীকে। সংবাদসংস্থা রয়টার্স সূত্রে জানা গিয়েছে, পাইপের মতো কোনও একটি প্রধানমন্ত্রী কিশিদার মঞ্চের সামনে ছুঁড়ে মারা হয়েছিল। সেখান থেকেই এই বিস্ফোরণ হয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, স্মোক বা পাইপ বোমা দিয়ে হামলা চালানো হয়েছে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার উপরে। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ ও প্রধানমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা।

খোলা জায়গাতেই সেই সভা ছিল। প্রধানমন্ত্রী কিশিদা মঞ্চে বক্তব্য রাখতে উঠতেই হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ কানে আসে। নিরাপদরক্ষীরা তাকে তড়িঘড়ি সরিয়ে নিয়ে যান। জাপানের বিভিন্ন সংবাদমাধ্যমের ফুটেজে দেখা গিয়েছে, প্রধানমন্ত্রী কিশিদার মঞ্চের আশেপাশের গোটা এলাকা ধোঁয়ায় ভরা। নিরাপত্তারক্ষীরা গোটা এলাকা ঘিরে ফেলেছেন। ঘটনাস্থলে উপস্থিতদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
জানা গিয়েছে, ওয়াকামা শহরে ১ নম্বর জেলায় উপ-নির্বাচন রয়েছে। সেই নির্বাচনের জন্যই প্রচার চালাতে গিয়েছিলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।ফিশিং হারবার ঘুরে তাঁর ওয়াকামায় বক্তব্য রাখার কথা ছিল।

আরও পড়ুন: নিমেষে ওয়েল প্রেসার শূন্য: জরুরি অবতরণ বিমানের, বড় বিপদের হাত থেকে বাঁচল এয়ার ইন্ডিয়া

কিন্তু আচমকা এই ঘটনায় চারিদিকে চাঞ্চল্য তৈরি হয়েছে।  গত বছরের ৮ জুলাই জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। নির্বাচনী প্রচার চালানো সময় গুলিবিদ্ধ হন তিনি।  সেইদিনও যখন আবে বক্তব্য রাখছিলেন তখ ৬৭ বছর বয়সী শিনজো আবের উপরে বন্দুক চালনা ঘটনা ঘটে। ঘটনায় মৃত্যু হয় আবের। গ্রেফতার করা হয় হামলাকারীকে ।

আরও পড়ুন: পুলিশ ও প্রশাসনের নজরদারির অভাবে পাথরপ্রতিমায় বেআইনি বাজি কারখানা

আরও পড়ুন: পাথরপ্রতিমার বাজি কারখানায় বিস্ফোরণে মৃত ৮, মালিকদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা
সর্বধিক পাঠিত

বেলডাঙায় এইচ এম এস পাবলিক স্কুলের শুভ উদ্বোধন, শিক্ষার নতুন দিগন্তের সূচনা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জাপানের প্রধানমন্ত্রীর সভাস্থলে বিস্ফোরণ, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ফুমিও কিশিদা

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। দেশের ওয়াকায়ামা শহরের একটি সভায় বক্তব্য রাখতে গিয়েছিলেন কিশিদা। ঠিক সেই সময় বিস্ফোরণের শব্দ কানে আসে। অল্পের জন্য প্রাণে রক্ষা পান জাপানের প্রধানমন্ত্রী কিশিদা। তড়িঘড়ি ঘটনাস্থলে থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় প্রধানমন্ত্রীকে। সংবাদসংস্থা রয়টার্স সূত্রে জানা গিয়েছে, পাইপের মতো কোনও একটি প্রধানমন্ত্রী কিশিদার মঞ্চের সামনে ছুঁড়ে মারা হয়েছিল। সেখান থেকেই এই বিস্ফোরণ হয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, স্মোক বা পাইপ বোমা দিয়ে হামলা চালানো হয়েছে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার উপরে। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ ও প্রধানমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা।

খোলা জায়গাতেই সেই সভা ছিল। প্রধানমন্ত্রী কিশিদা মঞ্চে বক্তব্য রাখতে উঠতেই হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ কানে আসে। নিরাপদরক্ষীরা তাকে তড়িঘড়ি সরিয়ে নিয়ে যান। জাপানের বিভিন্ন সংবাদমাধ্যমের ফুটেজে দেখা গিয়েছে, প্রধানমন্ত্রী কিশিদার মঞ্চের আশেপাশের গোটা এলাকা ধোঁয়ায় ভরা। নিরাপত্তারক্ষীরা গোটা এলাকা ঘিরে ফেলেছেন। ঘটনাস্থলে উপস্থিতদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
জানা গিয়েছে, ওয়াকামা শহরে ১ নম্বর জেলায় উপ-নির্বাচন রয়েছে। সেই নির্বাচনের জন্যই প্রচার চালাতে গিয়েছিলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।ফিশিং হারবার ঘুরে তাঁর ওয়াকামায় বক্তব্য রাখার কথা ছিল।

আরও পড়ুন: নিমেষে ওয়েল প্রেসার শূন্য: জরুরি অবতরণ বিমানের, বড় বিপদের হাত থেকে বাঁচল এয়ার ইন্ডিয়া

কিন্তু আচমকা এই ঘটনায় চারিদিকে চাঞ্চল্য তৈরি হয়েছে।  গত বছরের ৮ জুলাই জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। নির্বাচনী প্রচার চালানো সময় গুলিবিদ্ধ হন তিনি।  সেইদিনও যখন আবে বক্তব্য রাখছিলেন তখ ৬৭ বছর বয়সী শিনজো আবের উপরে বন্দুক চালনা ঘটনা ঘটে। ঘটনায় মৃত্যু হয় আবের। গ্রেফতার করা হয় হামলাকারীকে ।

আরও পড়ুন: পুলিশ ও প্রশাসনের নজরদারির অভাবে পাথরপ্রতিমায় বেআইনি বাজি কারখানা

আরও পড়ুন: পাথরপ্রতিমার বাজি কারখানায় বিস্ফোরণে মৃত ৮, মালিকদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা