স্বাস্থ্যসাথী নিয়ে বেসরকারি হাসপাতালগুলিকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী মমতার
- আপডেট : ১২ নভেম্বর ২০২৫, বুধবার
- / 115
স্বাস্থ্যসাথী প্রকল্পে অনিয়ম ও রোগী ফেরানোর অভিযোগে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার স্বাস্থ্যভবনে এক অনুষ্ঠানে তিনি বলেন, “স্বাস্থ্যসাথী কার্ডের রোগী ফেরালে সেই হাসপাতালের লাইসেন্স রাখার অধিকার নেই। কেউ কোনও দয়া করছে না, এটা সরকারের দেওয়া অধিকার।”
এদিনই মমতা উদ্বোধন করেন ১১০টি ‘ভ্রাম্যমাণ হাসপাতাল’ বা মোবাইল মেডিকেল ইউনিটের। রাজ্যসভার সাংসদদের তহবিল থেকে ৬০ কোটি টাকা এবং রাজ্যের তরফে ২০ কোটি টাকায় এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে। আরও ২০০টি এমন ইউনিট চালুর ঘোষণা দেন তিনি।
চলতি ভোটার তালিকা সংশোধন (SIR) প্রসঙ্গে বিজেপিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের সময়ে বাড়িতে জন্ম হত, সবার বার্থ সার্টিফিকেট থাকত না।” পাশাপাশি দিল্লির ছবি দেখিয়ে বাংলার বদনাম ও অনলাইন কুৎসার বিরুদ্ধেও সতর্ক করেন তিনি।
কলকাতা মেডিকেল কলেজের কর্ড ব্লাড ব্যাংক নিয়ে অসন্তোষ প্রকাশ করে মমতা জানান, “১০০ বেড দিয়েছি, কাজ হচ্ছে না। পিজিকে বলব এই ব্যাংক করতে।” চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর শূন্যপদ পূরণ এবং অঙ্গ প্রতিস্থাপনের জন্য বিশেষ ব্যাংক তৈরির নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।


























