০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দুই হাজার বছরের কারাদণ্ডের মুখে ইস্তান্বুলের মেয়র একরেম ইমামওলু

তুরস্কের ইস্তান্বুলের মেয়র ও প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) নেতা একরেম ইমামওলুর বিরুদ্ধে দুর্নীতির ১৪২টি অভিযোগ এনেছে দেশটির প্রসিকিউশন কর্তৃপক্ষ। এসব অভিযোগ প্রমাণিত হলে তাঁর ২ হাজার বছরেরও বেশি কারাদণ্ড হতে পারে।

বিবিসি জানায়, অভিযোগগুলোর মধ্যে রয়েছে সরকারি তহবিলের অপব্যবহার, অনিয়ম ও ঘুষ গ্রহণ। প্রসিকিউটর আকিন গুরলেক জানান, আট মাসের তদন্তে দেখা গেছে ৪০১ জনকে অভিযুক্ত করা হয়েছে, যাদের মধ্যে ১০৫ জন ইতোমধ্যে আটক রয়েছেন। রাষ্ট্রের ক্ষতি হয়েছে প্রায় ১৬০ বিলিয়ন লিরা (৩.৮ বিলিয়ন ডলার)।

৫৪ বছর বয়সী ইমামওলুর বিরুদ্ধে ঘুষ, অর্থপাচার ও জালিয়াতিসহ নানা অভিযোগ আনা হয়েছে। বিরোধী দল সিএইচপি অভিযোগগুলোকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখছে এবং বলছে, প্রেসিডেন্ট এরদোয়ানের জনপ্রিয়তা হ্রাস পাওয়ায় সরকার তাঁকে টার্গেট করছে।

২০১৯ সালে প্রথমবার মেয়র নির্বাচিত হওয়া ইমামওলু ২০২৪ সালে দ্বিতীয়বার জয় পান। বর্তমানে তিনি প্রাক-বিচারিক আটকাবস্থায় রয়েছেন এবং এই মামলায় দোষী সাব্যস্ত হলে ২০২৮ সালের নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।

ট্যাগ :

নববর্ষ উদ্‌যাপনের মাঝেই ভয়াবহ অগ্নিকাণ্ড, আমস্টারডামের ঐতিহাসিক ভন্ডেলকার্ক চার্চে আগুন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দুই হাজার বছরের কারাদণ্ডের মুখে ইস্তান্বুলের মেয়র একরেম ইমামওলু

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার

তুরস্কের ইস্তান্বুলের মেয়র ও প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) নেতা একরেম ইমামওলুর বিরুদ্ধে দুর্নীতির ১৪২টি অভিযোগ এনেছে দেশটির প্রসিকিউশন কর্তৃপক্ষ। এসব অভিযোগ প্রমাণিত হলে তাঁর ২ হাজার বছরেরও বেশি কারাদণ্ড হতে পারে।

বিবিসি জানায়, অভিযোগগুলোর মধ্যে রয়েছে সরকারি তহবিলের অপব্যবহার, অনিয়ম ও ঘুষ গ্রহণ। প্রসিকিউটর আকিন গুরলেক জানান, আট মাসের তদন্তে দেখা গেছে ৪০১ জনকে অভিযুক্ত করা হয়েছে, যাদের মধ্যে ১০৫ জন ইতোমধ্যে আটক রয়েছেন। রাষ্ট্রের ক্ষতি হয়েছে প্রায় ১৬০ বিলিয়ন লিরা (৩.৮ বিলিয়ন ডলার)।

৫৪ বছর বয়সী ইমামওলুর বিরুদ্ধে ঘুষ, অর্থপাচার ও জালিয়াতিসহ নানা অভিযোগ আনা হয়েছে। বিরোধী দল সিএইচপি অভিযোগগুলোকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখছে এবং বলছে, প্রেসিডেন্ট এরদোয়ানের জনপ্রিয়তা হ্রাস পাওয়ায় সরকার তাঁকে টার্গেট করছে।

২০১৯ সালে প্রথমবার মেয়র নির্বাচিত হওয়া ইমামওলু ২০২৪ সালে দ্বিতীয়বার জয় পান। বর্তমানে তিনি প্রাক-বিচারিক আটকাবস্থায় রয়েছেন এবং এই মামলায় দোষী সাব্যস্ত হলে ২০২৮ সালের নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।