সাইবার প্রতারণার কবলে খোদ তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাবুল

- আপডেট : ১২ জুন ২০২৫, বৃহস্পতিবার
- / 97
পুবের কলম ওয়েবডেস্ক: সাইবার প্রতারণার কবলে খোদ তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয়। রাজ্যের সাইবার অপরাধের ঘটনা উত্তররোত্তর বৃদ্ধি পাচ্ছে। একের পর এক ডিজিটাল প্রতারণার ঘটনায় লক্ষ লক্ষ টাকা খোয়া যাচ্ছে অনেকের।
এই সূত্রে সাইবার প্রতারণার অভিযোগ দায়ের করার জন্য রাজ্যবাসীরা টোল ফ্রি ১৯৩০ নম্বরে ফোন করতে পারেন রাজ্যবাসী। এটি একটি কেন্দ্রীয় নম্বর। যে কোনও রাজ্যের মানুষই এই নম্বরে অভিযোগ জানাতে পারবেন। অন্য কোনও রাজ্যের কেউ ওই নম্বরে ফোন করে অভিযোগ জানালে সেখান থেকেই অভিযোগের কথা সংশ্লিষ্ট রাজ্যকে জানিয়ে দেওয়া হবে বলে বিধানসভায় জানিয়ে দেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয়।
এদিন অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে ফেক অ্যাকাউন্ট খুলে সোস্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের পোস্ট করার প্রসঙ্গ ওঠে। বাবুল সুপ্রিয় বলেন, তিনি নিজেও এটা দেখেছেন। বাবুল সুপ্রিয় নাম দিয়ে ফেসবুকে সার্চ দিলে প্রায় ১০/১২ টা অ্যাকাউন্ট বেরিয়ে আসে। যার একটাও আসলে তাঁর নয়। এমনকী বাবুল সুপ্রিয়র নামে ইউটিউবেও একটি চ্যানেল রয়েছে। সেখানে প্রায় সাড়ে চার লক্ষ ভিউয়ার রয়েছে। গত চার মাস ধরে তিনি এটা বন্ধ করার চেষ্টা করেও পারছেন না।
এদিন বিধানসভায় স্পিকার বিমান ব¨্যােপাধ্যায় বলেন, বেড়াতে গিয়ে অনেক সময় অনলাইনে হোটেল বুকিং -এর মাধ্যমে টাকা অ্যাকাউন্ট থেকে কেটে নিলেও সেই টাকা হোটেলে জমা পড়ছে না। এই বিষয়ে মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, এক্ষেত্রে বুকিং -এর পরে হোটেলে ফোন করে নেওয়া ভালো।
সাইবার অপরাধ দমনে তথ্য প্রযুক্তি দফতর কলকাতা পুলিশের সঙ্গে হাত মিলিয়েছে। সাইবার প্রতারণার খুঁটিনাটি নিয়ে ৭০০০ পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কোনও এলাকায় সাইবার প্রতারণার খবর বিধায়কদের কাছে এলে তাঁদের পুলিশের সঙ্গে যোগাযোগের কথা বলা হয়েছে।
এদিন বাবুল সুপ্রিয় অভিযোগ করেন, ‘মেটা’ তাদের তথ্য পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে ভাগ করে না। ফলে এই সোস্যাল মিডিয়ায় প্রতারণা সংক্রান্ত বিষয়ে পদক্ষেপ গ্রহণ কতে পারছে না রাজ্যের তথ্য প্রযুক্তি দফতর।