০১ নভেম্বর ২০২৫, শনিবার, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

‘পুলিশ সরালে বিজেপি নেতাদের মারবে খোলে বের করে’: কেজরিওয়াল

মোক্তার হোসেন মন্ডল
  • আপডেট : ১ নভেম্বর ২০২৫, শনিবার
  • / 97

 

গুজরাটের সুরেন্দ্রনগর জেলায় অনুষ্ঠিত কিষাণ মহাপঞ্চায়েত-এ শুক্রবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ করলেন আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। কৃষকদের উপর নির্যাতন চালানোর অভিযোগ এনে তিনি হুঁশিয়ারি দিলেন, “একদিনের জন্য পুলিশ সরিয়ে নিলে এখানকার কৃষকরা বিজেপি নেতাদের বাড়ি থেকে টেনে বের করে মারবে—কোথাও লুকনো থাকবে না।”

কেজরিওয়াল বলেন, “গত ত্রিশ বছর ধরে কৃষকরা বিজেপিকে ভোট দিয়েছেন, আর এই লোকেরা আপনার সন্তানদের জেলে ভরছে। তাদের অহংকার সীমাহীন; তারা পুলিশের ছায়ায় আশ্রয় নেয়। কৃষকরা এদের ওপর অত্যন্ত ক্রোধিত। একদিন পুলিশ তুলে নিলে আমরা গুজরাট জুড়ে তাদের জীবন দুর্বিষহ করে তুলব।” তিনি আরও দাবি করেন, “বিজেপি লুটপাট চালিয়ে যাচ্ছে—এটা আমরা বরদাশত করব না।”

কৃষকদের সমাবেশে কেজরিওয়াল অপর এক বিধ্বংসী পর্যবেক্ষণে বলেন, প্রায় ৪০০টিরও বেশি বাজারে কৃষকরা জড়ো হয়ে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চালাচ্ছেন। তিনি কেন্দ্রীয় নীতিনির্ধারকদের বিদেশি নেতাদের (“ট্রাম্প”) প্রতি অন্ধ লয়—হিংস্র স্বর কটাক্ষ করে বলেন, “ট্রাম্প যা বলল, তারা তা নির্বাক হয়ে মেনে নেয়ার মতো কাপুরুষ।” তাঁর ভাষ্য, এই নেতারা অহংকারে তোলপাড়া হলেও বাস্তবে দরিদ্র কৃষকদের প্রতি ক্ষমতার অপব্যবহার করছে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘পুলিশ সরালে বিজেপি নেতাদের মারবে খোলে বের করে’: কেজরিওয়াল

আপডেট : ১ নভেম্বর ২০২৫, শনিবার

 

গুজরাটের সুরেন্দ্রনগর জেলায় অনুষ্ঠিত কিষাণ মহাপঞ্চায়েত-এ শুক্রবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ করলেন আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। কৃষকদের উপর নির্যাতন চালানোর অভিযোগ এনে তিনি হুঁশিয়ারি দিলেন, “একদিনের জন্য পুলিশ সরিয়ে নিলে এখানকার কৃষকরা বিজেপি নেতাদের বাড়ি থেকে টেনে বের করে মারবে—কোথাও লুকনো থাকবে না।”

কেজরিওয়াল বলেন, “গত ত্রিশ বছর ধরে কৃষকরা বিজেপিকে ভোট দিয়েছেন, আর এই লোকেরা আপনার সন্তানদের জেলে ভরছে। তাদের অহংকার সীমাহীন; তারা পুলিশের ছায়ায় আশ্রয় নেয়। কৃষকরা এদের ওপর অত্যন্ত ক্রোধিত। একদিন পুলিশ তুলে নিলে আমরা গুজরাট জুড়ে তাদের জীবন দুর্বিষহ করে তুলব।” তিনি আরও দাবি করেন, “বিজেপি লুটপাট চালিয়ে যাচ্ছে—এটা আমরা বরদাশত করব না।”

কৃষকদের সমাবেশে কেজরিওয়াল অপর এক বিধ্বংসী পর্যবেক্ষণে বলেন, প্রায় ৪০০টিরও বেশি বাজারে কৃষকরা জড়ো হয়ে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চালাচ্ছেন। তিনি কেন্দ্রীয় নীতিনির্ধারকদের বিদেশি নেতাদের (“ট্রাম্প”) প্রতি অন্ধ লয়—হিংস্র স্বর কটাক্ষ করে বলেন, “ট্রাম্প যা বলল, তারা তা নির্বাক হয়ে মেনে নেয়ার মতো কাপুরুষ।” তাঁর ভাষ্য, এই নেতারা অহংকারে তোলপাড়া হলেও বাস্তবে দরিদ্র কৃষকদের প্রতি ক্ষমতার অপব্যবহার করছে।