মিরাকেল বেবি: পথ দুর্ঘটনায় নিহত বাবা সহ তিনজন, মৃতা মায়ের পেট চিরে জন্ম নিল নবজাতক
- আপডেট : ১৭ জুলাই ২০২২, রবিবার
- / 14
পুবের কলম ওয়েবডেস্কঃ কথায় বলে ওপরওলা রাখেন তো মারে কে। বড় অদ্ভুত ভাবেই সে দেখল পৃথিবীর আলো। নবজাতকের আগমন বার্তা যতটা মধুর হতে পারত ততটাই ঢেকে গেল বিষাদে। ঢাকা-ময়মনসিংহ জাতীয় সড়কের সামনেই ত্রিশাল পুর হাসপাতাল। সেখানেই সবার চোখের সামনে ঘটে যায় এক দুর্ঘটনা। অন্তঃস্বত্ত্বা মা, বাবা এবং তাদের ৬ বছরের মেয়েকে রাস্তা পার হবার মূহুর্তে পিষে দেয় ঘাতক লরি। নিহত হত তিনজনেই। কিন্তু মা এর মৃত্যুর আগেই পেট থেকে বেরিয়ে আসে নবজাতক। গোটা ঘটনায় স্তম্ভিত হয়ে যান সকলেই। নবজাতক কে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়। ডান হাত ভেঙেছে তার। এছাড়া কোন ক্ষতি হয়নি সদ্য পৃথিবীর আলো দেখা শিশুটির।
ঠিক কি ঘটেছিল? রায়মণি গ্রামের বাসিন্দা জাহাঙ্গির আলম ৯ মাসের অন্তঃস্বত্তা স্ত্রী রত্না বেগমকে ডাক্তার দেখাতে এনেছিলেন। সঙ্গে ছিল তাদের ৬ বছরের মেয়ে সানজিদা। রত্না এবং জাহাঙ্গিরের আট বছরের একটি ছেলে এবং ১০ বছরের একটি মেয়েও আছে। কি ভাবে সবাইকে বড় করবেন তা ভেবেই পাচ্ছেন না জাহাঙ্গিরের মা সুফিয়া বিবি। জাহাঙ্গিরের বাবা বাবলু মিয়াঁ বিশেষ চাহিদা সম্পন্ন।
অর্থোপেডিক সার্জেন সোহেল রানা শিশুটির চিকিৎসার দায়িত্বে আছেন। আপাতত নবজাতিকা সুস্থই আছে। প্রত্যক্ষদর্শী শাহিন জানিয়েছেন দুর্ঘটনার পরেই শিশু ও এবং তার মা কে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । মা কে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। নাড়ি কেটে চিকিৎসার ব্যবস্থা করা হয় নবজাতিকার। লাবীব হাসপাতালের কর্ণধার জানিয়েছেন তিনি এবং তাঁর স্ত্রী মিলে শিশুটির চিকিৎসা ও লালনপালনের দায়িত্ব নিয়েছেন।