রূপনগরে সিপিএমের পঞ্চায়েত সদস্য সহ শতাধিক কর্মী সমর্থক তৃণমূলের যোগদান

- আপডেট : ৩ জুন ২০২৫, মঙ্গলবার
- / 150
পুবের কলম ওয়েবডেস্ক: স্বরূপনগরে ফের সিপিএমে বড়সড় ভাঙ্গন। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার স্বরূপনগর ব্লকের বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের পবন কাটি ৭৭ নম্বর বুথের সিপিএমের সদস্য আলমগীর মন্ডল সহ ১০০ জন সিপিএম কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করল। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ দাস, স্বরূপনগরের বিধায়ক বীনা মন্ডল, ব্লক সভাপতি জিয়াউর রহমান, বনগাঁ সাংগঠনিক জেলা সংখ্যালঘু সেলের সভাপতি ইমরান মন্ডল প্রমুখ।
সদ্য তৃণমূলে যোগ দেওয়া সিপিএম সদস্য আলমগীর বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতে, মানুষের কাজ করতে, বাংলার সার্বিক উন্নয়নের পক্ষে দাঁড়িয়ে আজ আমরা তৃণমূলের যোগদান করলাম। যে বাংলা সংস্কৃতি সম্প্রীতির পীঠস্থান যেখানে সবাই একসঙ্গে মিলেমিশে থাকি। সিপিএমে থেকে কাজ করতে পারছিলাম না। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে আজ দলত্যাগ করে তৃণমূলে যোগদান করলাম।
বনগাঁ লোকসভার তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, নির্বাচন যত এগিয়ে আসবে অর্থাৎ আগামী ২৬ শে বিধানসভা নির্বাচনের আগে বিরোধীদল থেকে তত ভাঙ্গন স্পষ্ট হবে। কারণ তারা উন্নয়নের শরিক হতে চেয়েছেন। তারা বুঝে গেছেন সামনের বছর বিধানসভা নির্বাচনে ২০২১ সালের থেকে বেশি আসন নিয়ে পুনরায় চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন। সেটা বাংলার মানুষ জেনে গেছেন। বিরোধীরাও জেনে গেছে উন্নয়নের ক্ষেত্রে রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিকল্প নেই।