১৫ অক্টোবর ২০২৫, বুধবার, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
দিল্লির বাতাসের গুণগত মান ২১১, ফের ‘দূষণ-দানব’ মোকাবিলায় তৈরি হচ্ছে রাজধানী

কিবরিয়া আনসারি
- আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার
- / 58
পুবের কলম, ওয়েবডেস্ক: গত বছর দিল্লির বাতাসের গুণমান ‘ভয়ানক’ পর্যায় পৌঁছেছিল। প্রতি বছরের মতো এবারও ফের দূষণের ভয়াবহতা দেখা গিয়েছে। ইতিমধ্যে শীত শুরুর আগেই রাজধানী ঢেকেছে কুয়াশায়। মঙ্গলবার রাজধানীর বাতাসের গুণগত মান বা একিউআই পৌঁছেছে ২১১-তে। এই একিউআইকে ‘খারাপ’ ক্যাটাগরিতে ধরা হয়। এই পরিস্থিতিতে দিল্লি ও এনসিআরে জারি করা হল গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান-১। দিল্লি ও এনসিআরে ‘খারাপ’-এর পাশাপাশি আনন্দ বিহারে তা ‘অতি খারাপ’ পর্যায়ে পৌঁছে গিয়েছে। বিশেষজ্ঞরা বলছে, দিল্লির দূষণের অন্যতম বড় উৎস পরিবহণ। মোট দূষণের ১৭.৯ শতাংশের জন্যই দায়ী এটি। বৃহস্পতিবার পর্যন্ত দিল্লির দূষণের মাত্রা ‘খারাপ’ পর্যায়েই থাকবে।
Tag :
'pollution monster' again $15 billion investment build largest AI hub capital is preparing Delhi's air quality Google announces in Visakhapatnam tackle