০৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
চিনের প্যারেডে পুতিন–কিম, আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বার্তা

মারুফা খাতুন
- আপডেট : ৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার
- / 101
পুবের কলম ওয়েবডেস্ক : দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের ৮০ বছর পূর্তি উপলক্ষে চিনের আয়োজিত বিশেষ প্যারেডে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন, ইরানের প্রেসিডেন্টসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বহু রাষ্ট্রপ্রধান। এই শক্তি প্রদর্শনকে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন জোটের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, মার্কিন চাপ ও শুল্কনীতির পাল্টা ভারসাম্য তৈরি করতেই চিন এই বার্তা দিয়েছে। শি জিনপিং স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো চাপের কাছে নত হবে না চিন এবং বিশ্ব অর্থনীতি একমেরু থেকে বহুমেরুর দিকে এগোচ্ছে। রাশিয়া ও চিনের নেতৃত্বে মার্কিন আধিপত্যের বিরুদ্ধে নতুন জোট গঠনের সম্ভাবনাই এখন আলোচনার কেন্দ্রে।
Tag :
international politics kim jong un Xi Jinping আন্তর্জাতিক রাজনীতি চিনের প্যারেড ভ্লাদিমির পুতিন