১৮ মে ২০২৫, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

টিকিট পরীক্ষকদের পোশাকে বাধ্যতামূলক কিউআর কোডযুক্ত ব্যাজ

সুস্মিতা
  • আপডেট : ১৮ মে ২০২৫, রবিবার
  • / 16

শিয়ালদহ শাখা

পুবের কলম ওয়েবডেস্ক: টিকিট ফাঁকি দিয়ে রেল ভ্রমণ করা যাত্রীদের শনাক্ত করে ফাইন আদায় করার জন্য টিকিট পরীক্ষক বা টিটিই নিয়োগ করা হয় রেল দফতরের পক্ষ থেকে। রেলের এই নিয়মকে ঢাল করে বিভিন্ন স্টেশনেই ভুয়ো টিকিট পরীক্ষকের হাতে যাত্রীদের হয়রানির অভিযোগ পেয়ে এবার বিশেষ পদক্ষেপ নিয়েছে রেল দফতরের শিয়ালদহ ডিভিশন কর্তৃপক্ষ।

রেল সূত্রের খবর, রেলের টিকিট পরীক্ষকের পোশাক ও ব্যাজ পরে বিভিন্ন স্টেশন ছাড়াও যাত্রীবাহী ট্রেনে চেপে টিকিট পরীক্ষার নামে যাত্রীদের হয়রানি করছে ভুয়ো টিকিট পরীক্ষক। যাত্রী প্রতারণা রোখার পাশাপাশি ভুয়ো টিকিট পরীক্ষকদের চক্র ভাঙতে এবার টিটই-দের পোশাকে বিশেষ লোগোযুক্ত ব্যাজ লাগানো বাধ্যতামূলক করার উদ্যোগ নিল শিয়ালদা ডিভিশন। টিকিট পরীক্ষকদের পোশাকে থাকা ওই ব্যাজ যেন কোনওভাবেই নকল না করা যায়, সে ব্যাপারেও কড়া ব্যবস্থা নিয়েছে রেল দফতর।

আরও পড়ুন: শুধুমাত্র কিউআর কোড থাকা সবুজ আতশবাজিকেই বিক্রির অনুমতি

ভুটো টিকিট পরীক্ষকদের প্রতারণার হাত থেকে যাত্রীদের সুরক্ষা প্রসঙ্গে শিয়ালদহের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা জানান, টিটিইদের পোশাকের সঙ্গে ব্যবহৃত নয়া ব্যাজের পেছনে থাকবে বিশেষ কিউআর কোড। সেই কোড স্ক্যান করলেই একজন টিকিট পরীক্ষকের বিস্তারিত তথ্য জানা যাবে। এমনকী কর্তব্যরত টিকিট পরীক্ষকের বৈধতা ‘ঘটনাস্থলেই’ যাচাই করে নিতে পারবেন যাত্রীরা। ওখানে টিকিট পরীক্ষকদের নাম, আইডি নম্বর থেকে শুরু করে সমস্ত নথি দেখা যাবে।

শিয়ালদহ ডিভিশনে মোট ২০৪টি স্টেশনে যাত্রীদের টিকিট পরীক্ষার জন্য টিটিই রয়েছেন ৩৪৪ জন। পূর্ব রেলের দাবি, শিয়ালদহ ডিভিশনেই টিকিট পরীক্ষকদের পোশাকের সঙ্গে এই কিউআর কোড যুক্ত ব্যাজ লাগানো প্রথম চালু হল। পোশাকে এই ব্যাজ না থাকলে টিকিট পরীক্ষকদের ডিউটি দেওয়া হবে না। নয়া পদক্ষেপের ফলে টিকিট পরীক্ষকদের কর্মদক্ষতা, স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতাও যেমন বাড়বে তেমনি যাত্রীরাও প্রতারণার শিকার না হয়ে নিরাপদে রেল ভ্রমণ করতে পারবেন। নতুন নিয়ম চালুর জন্য ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পূর্ব রেল।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

টিকিট পরীক্ষকদের পোশাকে বাধ্যতামূলক কিউআর কোডযুক্ত ব্যাজ

আপডেট : ১৮ মে ২০২৫, রবিবার

শিয়ালদহ শাখা

পুবের কলম ওয়েবডেস্ক: টিকিট ফাঁকি দিয়ে রেল ভ্রমণ করা যাত্রীদের শনাক্ত করে ফাইন আদায় করার জন্য টিকিট পরীক্ষক বা টিটিই নিয়োগ করা হয় রেল দফতরের পক্ষ থেকে। রেলের এই নিয়মকে ঢাল করে বিভিন্ন স্টেশনেই ভুয়ো টিকিট পরীক্ষকের হাতে যাত্রীদের হয়রানির অভিযোগ পেয়ে এবার বিশেষ পদক্ষেপ নিয়েছে রেল দফতরের শিয়ালদহ ডিভিশন কর্তৃপক্ষ।

রেল সূত্রের খবর, রেলের টিকিট পরীক্ষকের পোশাক ও ব্যাজ পরে বিভিন্ন স্টেশন ছাড়াও যাত্রীবাহী ট্রেনে চেপে টিকিট পরীক্ষার নামে যাত্রীদের হয়রানি করছে ভুয়ো টিকিট পরীক্ষক। যাত্রী প্রতারণা রোখার পাশাপাশি ভুয়ো টিকিট পরীক্ষকদের চক্র ভাঙতে এবার টিটই-দের পোশাকে বিশেষ লোগোযুক্ত ব্যাজ লাগানো বাধ্যতামূলক করার উদ্যোগ নিল শিয়ালদা ডিভিশন। টিকিট পরীক্ষকদের পোশাকে থাকা ওই ব্যাজ যেন কোনওভাবেই নকল না করা যায়, সে ব্যাপারেও কড়া ব্যবস্থা নিয়েছে রেল দফতর।

আরও পড়ুন: শুধুমাত্র কিউআর কোড থাকা সবুজ আতশবাজিকেই বিক্রির অনুমতি

ভুটো টিকিট পরীক্ষকদের প্রতারণার হাত থেকে যাত্রীদের সুরক্ষা প্রসঙ্গে শিয়ালদহের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা জানান, টিটিইদের পোশাকের সঙ্গে ব্যবহৃত নয়া ব্যাজের পেছনে থাকবে বিশেষ কিউআর কোড। সেই কোড স্ক্যান করলেই একজন টিকিট পরীক্ষকের বিস্তারিত তথ্য জানা যাবে। এমনকী কর্তব্যরত টিকিট পরীক্ষকের বৈধতা ‘ঘটনাস্থলেই’ যাচাই করে নিতে পারবেন যাত্রীরা। ওখানে টিকিট পরীক্ষকদের নাম, আইডি নম্বর থেকে শুরু করে সমস্ত নথি দেখা যাবে।

শিয়ালদহ ডিভিশনে মোট ২০৪টি স্টেশনে যাত্রীদের টিকিট পরীক্ষার জন্য টিটিই রয়েছেন ৩৪৪ জন। পূর্ব রেলের দাবি, শিয়ালদহ ডিভিশনেই টিকিট পরীক্ষকদের পোশাকের সঙ্গে এই কিউআর কোড যুক্ত ব্যাজ লাগানো প্রথম চালু হল। পোশাকে এই ব্যাজ না থাকলে টিকিট পরীক্ষকদের ডিউটি দেওয়া হবে না। নয়া পদক্ষেপের ফলে টিকিট পরীক্ষকদের কর্মদক্ষতা, স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতাও যেমন বাড়বে তেমনি যাত্রীরাও প্রতারণার শিকার না হয়ে নিরাপদে রেল ভ্রমণ করতে পারবেন। নতুন নিয়ম চালুর জন্য ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পূর্ব রেল।