স্বাধীন ভারতে কলকাতায় পা রেখেছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ

- আপডেট : ৯ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার
- / 16
পুবের কলম, ওয়েবডেস্ক: কলকাতায় পা রেখেছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। সালটি ছিল ১৯৬১ সালের ২৩ ফেব্রুয়ারি। রানিকে একবার দেখতে রাস্তায় সেই সময় উপচে পড়েছিল মানুষের ঢল। সেই সরোজিনী নাইডু ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। সেই স্বাধীন ভারতে প্রথম ব্রিটেনের রানির আসেন কলকাতায়।
রানির অভ্যর্থনায় শহরের রাজপথ সেজে উঠেছিল। রাস্তার দুধারে বসেছিল তোরণ।হুডখোলা গাড়িতে চেপে রাজপথ ধরে রাজভবনে গিয়েছিল রানির কনভয়। অসংখ্য মানুষ রানিকে একবার চাক্ষুষ করার আশায় রাস্তার দুধারে ভিড় করে। এমনকী বাড়ির ছাদে, কার্নিশে মানুষের ঢল নেমেছিল। দুধারে নিরাপত্তার বেষ্টনি, পুলিশ বাহিনী ঘিরে রেখেছিল রানির কনভয়।
৯৬ বছর বয়সে তিনি প্রয়াত হয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। বাকিংহাম প্যালেস থেকে রানির মৃত্যু সংবাদ জানানো হয়েছে। দেশের রাষ্ট্রপ্রধান থেকে বড় বড় নেতারা শোকবার্তা জানিয়েছেন। রাজকীয় প্রোটোকল মেনেই রানির অন্ত্যোষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। তবে সেই নির্দিষ্ট তারিখ ঘোষণা করবে বাকিংহাম প্যালেস।
বিগত কয়েকদিন ধরেই বয়সের ভারে শারীরিক কারণে অসুস্থ ছিলেন রানি। গত বুধবারই রানির ব্রিটেনের মন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের কথা ছিল। কিন্তু, তাঁর শারীরিক পরিস্থিতির কারণে সেই বৈঠক বাতিল হয়। চিকিৎসকরা তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন রানি। স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে ছিলেন রানি। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে প্রয়াত হলেন রানি দ্বিতীয় এলিজাবেথ।