সায়নীর নেতৃত্বে যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা হাওড়ায়

- আপডেট : ১২ জানুয়ারী ২০২৪, শুক্রবার
- / 15
আইভি আদক, হাওড়া: যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হল হাওড়ায়। ১২ জানুয়ারি দিনটিকে যুব দিবস হিসেবে পালন করা হয়। শুক্রবার হাওড়ায় পিলখানা মোড় থেকে বেলুড় মঠ পর্যন্ত শোভাযাত্রা পরিক্রমা করে। হাওড়া জেলা সদর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, মন্ত্রী অরূপ রায়, বিধায়ক গৌতম চৌধুরী, নন্দিতা চৌধুরী, ডা: রাণা চট্টোপাধ্যায়, সীতানাথ ঘোষ, হাওড়া জেলা সদর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাশ মিশ্র সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিনের মিছিলের নেতৃত্ব দেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ। প্রবীণ-নবীন প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রবীণ-নবীন কোনও বার্তা আমার মুখ থেকে কোনওদিন শোনেননি। মনে হয় শুনবেন না। এরকম বার্তা কোনওদিন ছিলওনা। এটা মিডিয়ার তৈরি করা একটা হাইপ। আমি নতজানু হয়ে সিনিয়রদের কাছ থেকে প্রতিদিনই কিছু না কিছু শেখার চেষ্টা করি।’