মৃত ব্যক্তির নামে ফর্ম পূরণে জেল হতে পারে, সতর্ক করল নির্বাচন কমিশন
- আপডেট : ১১ নভেম্বর ২০২৫, মঙ্গলবার
- / 83
মৃত ব্যক্তির নামে এনুমারেশন ফর্ম পূরণ করলে সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। রিপ্রেজেন্টেশন অব পিপলস অ্যাক্টের ৩২ ধারায় এর শাস্তি এক বছর পর্যন্ত জেল হতে পারে। দক্ষিণ কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুরে মৃতদের ফর্ম পরিবারকে দেওয়ার জন্য রাজনৈতিক চাপের অভিযোগ উঠেছে।
এদিকে পূর্ব বর্ধমানের মেমারিতে কর্মরত অবস্থায় বিএলও নমিতা হাঁসদার মৃত্যুর ঘটনায় তাঁর পরিবারকে আর্থিক সাহায্য ও চাকরির দাবি জানিয়েছে ভোটকর্মী ঐক্য মঞ্চ। কমিশন জানিয়েছে, মৃত বিএলওদের আর্থিক সহায়তা সংক্রান্ত নিয়ম খতিয়ে দেখা হচ্ছে। এ পর্যন্ত রাজ্যে প্রায় ৫ কোটি ৮৫ লক্ষ ফর্ম বিলি হয়েছে, এবং প্রয়োজনে সময়সীমা বাড়ানো হতে পারে।




























