বাংলায় ১৫ অক্টোবরের পরেই শুরু হতে পারে ‘SIR’, ইঙ্গিত নির্বাচন কমিশনের

- আপডেট : ৯ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার
- / 166
পুবের কলম ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গে ১৫ অক্টোবরের পর থেকেই শুরু হতে পারে স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা ‘সার’। বুধবার কলকাতায় অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকে নির্বাচন কমিশনের ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী এমন ইঙ্গিত দিয়েছেন।
তিনি জানান, আগামী সাত দিনের মধ্যে ‘সার’-এর প্রস্তুতি সম্পন্ন করতে হবে, বিশেষ করে ২০০২ সালের ভোটারদের সঙ্গে বর্তমান তালিকার ম্যাপিং শেষ করা জরুরি। বৈঠকে বিভিন্ন জেলার নির্বাচনী আধিকারিকদের প্রস্তুতি সম্পর্কে জানতে চান তিনি।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়, এবার ডিজিটালি ভোটার ফর্ম পাঠানো হবে। এ দিন রাজারহাট ও বারাসতে একাধিক বৈঠকে তিনি সতর্ক করেন, “বিহারের মতো ভুল বাংলায় যেন না হয়।” এদিকে মতুয়া সমাজের একাংশ ও তৃণমূল–প্রভাবিত সংগঠনগুলো ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আশঙ্কায় ‘সার’-এর বিরুদ্ধে প্রতিবাদ জানায়।