আজ থেকে রাজ্যজুড়ে শুরু হলো ভোটার তালিকার নিবিড় সংশোধন অভিযান (এসআইআর)। এই অভিযানে বাড়ি-বাড়ি গিয়ে ভোটারদের এনুমারেশন ফরম পৌঁছে দেবেন বিএলও (বুথ লেভেল অফিসার)রা, সঙ্গে থাকবেন রাজনৈতিক দলের প্রতিনিধি বিএলএরা। রাজ্যের ৭ কোটি ৬৬ লক্ষ ভোটারের প্রত্যেকের নাম যাচাই হবে এই প্রক্রিয়ায়। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল মঙ্গলবার সকালে সব জেলার ডিইওদের সঙ্গে অনলাইনে বৈঠক করেন। কমিশন জানিয়েছে, সব বুথে এনুমারেশন ফরম পৌঁছে গেছে এবং ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এই অভিযান।
তবে এই SIR প্রক্রিয়া ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক অস্থিরতা। তৃণমূল কংগ্রেস আজই কলকাতায় এসআইআর বিরোধী মিছিলে নামছে, নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত হবে মিছিল। অন্যদিকে, নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে যাতে বিএলওরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করেন এবং রাজনৈতিক প্রভাব এড়িয়ে চলেন। রাজ্যজুড়ে তাই প্রশাসনিক সতর্কতা ও রাজনৈতিক উত্তেজনা, দুই-ই তুঙ্গে।































