অভিষেক টেস্টে সেঞ্চুরি শ্রেয়স আইয়ার এর, ভারত প্রথম ইনিংসে ৩৪৫

- আপডেট : ২৬ নভেম্বর ২০২১, শুক্রবার
- / 12
পুবেরকলম ওয়েবডেস্কঃ লালা অমরনাথ, রোহিত শর্মা, সৌরভ গাঙ্গুলী বীরেন্দ্র শেবাগ শিখর ধাওয়ান দের পাশে এবার নিজের নাম করে নিলেন শ্রেয়স আইয়ার। শুক্রবার কানপুরে নিজের অভিষেক টেস্টে সেঞ্চুরী করে ১৬ নম্বর ভারতীয় ক্রিকেটার হিসেবে নতুন নজির গড়লেন শ্রেয়স। বৃহস্পতিবার প্রথম দিনের খেলা শেষে ৭৫ রানে নট আউট ছিলেন তিনি। শুক্রবার নিজের সেই কাঙ্খিত সেঞ্চুরিটা পেলেন শ্রেয়স। জাদেজা এদিন বেশি কিছু করতে পারেননি । যেখানে আগের দিন শেষ করেছিলেন সেই রানে ফিরে যান। কিন্তু ক্রিজআঁকড়ে পড়ে থেকে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করলেন শ্রেয়স আইয়ার। আর ১৬ নম্বর ভারতীয় ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টেই সেঞ্চুরির নজির গড়লেন তিনি । শেষ পর্যন্ত ১০৫ রানে ফিরে গেলেন । কিন্তু ততক্ষণে ভারতকে একটা সম্মানজনক স্কোরে দাঁড় করিয়ে দিয়েছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। ভারত শেষ পর্যন্ত প্রথম ইনিংসে ৩৪৫ রান করল।