০৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ ২৪ পরগনায় কিশোরী গর্ভবতীর সংখ্যা বেড়েছে: উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর

সুস্মিতা
  • আপডেট : ১৪ মে ২০২৫, বুধবার
  • / 176

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: কিশোরী গর্ভবতীর সংখ্যা কমাতে এবার দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে শুরু হতে চলেছে সচেতনতামূলক কর্মসূচি। ইতিমধ্যে এই মর্মে কর্মসূচিগুলি ঠিক করবে স্বাস্থ্য জেলাগুলি।সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত এক বছরে কিশোরী গর্ভবতীর সংখ্যা দাঁড়িয়েছে সাড়ে ১২ হাজারে। এই পরিসংখ্যান ঘুম কেড়ে নিয়েছে জেলা স্বাস্থ্য আধিকারিকদের। এই সংখ্যা আরও কমানো দরকার বলেই মনে করছে তাঁরা।

দেখা গিয়েছে, জেলার সব ব্লকেই অল্প বয়সে পালিয়ে গিয়ে বিয়ে করার ঝোঁক রয়েছে।ফলে সমস্যা বেড়ে চলেছে। দক্ষিণ ২৪ পরগনা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড. মুক্তিসাধন মাইতি এ বিষয়ে বলেন,এই জেলার ক্যানিং দুই নম্বর ব্লক,বাসন্তী, জয়নগর দুই নম্বর ও কুলতলিতে ব্লকে কিশোরীদের গর্ভবতী হওয়ার হার অনেকটাই বেশি। এই সংখ্যা সব থেকে কম বজবজ এক নম্বর ব্লকে।ফলে আগামী দিনে এই সংখ্যাকে আরও কমানোর লক্ষ্যে নানা সতর্কতামূলক ও সচেতনতা মূলক কর্মসূচি নেওয়া হচছে। এই সংখ্যা কমলে তবে জেলা আরও একটু ভাল জায়গায় থাকবে। নাহলে ভবিষ্যতে আরও সমস্যা বাড়বে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দক্ষিণ ২৪ পরগনায় কিশোরী গর্ভবতীর সংখ্যা বেড়েছে: উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর

আপডেট : ১৪ মে ২০২৫, বুধবার

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: কিশোরী গর্ভবতীর সংখ্যা কমাতে এবার দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে শুরু হতে চলেছে সচেতনতামূলক কর্মসূচি। ইতিমধ্যে এই মর্মে কর্মসূচিগুলি ঠিক করবে স্বাস্থ্য জেলাগুলি।সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত এক বছরে কিশোরী গর্ভবতীর সংখ্যা দাঁড়িয়েছে সাড়ে ১২ হাজারে। এই পরিসংখ্যান ঘুম কেড়ে নিয়েছে জেলা স্বাস্থ্য আধিকারিকদের। এই সংখ্যা আরও কমানো দরকার বলেই মনে করছে তাঁরা।

দেখা গিয়েছে, জেলার সব ব্লকেই অল্প বয়সে পালিয়ে গিয়ে বিয়ে করার ঝোঁক রয়েছে।ফলে সমস্যা বেড়ে চলেছে। দক্ষিণ ২৪ পরগনা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড. মুক্তিসাধন মাইতি এ বিষয়ে বলেন,এই জেলার ক্যানিং দুই নম্বর ব্লক,বাসন্তী, জয়নগর দুই নম্বর ও কুলতলিতে ব্লকে কিশোরীদের গর্ভবতী হওয়ার হার অনেকটাই বেশি। এই সংখ্যা সব থেকে কম বজবজ এক নম্বর ব্লকে।ফলে আগামী দিনে এই সংখ্যাকে আরও কমানোর লক্ষ্যে নানা সতর্কতামূলক ও সচেতনতা মূলক কর্মসূচি নেওয়া হচছে। এই সংখ্যা কমলে তবে জেলা আরও একটু ভাল জায়গায় থাকবে। নাহলে ভবিষ্যতে আরও সমস্যা বাড়বে।