০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বাড়ছে কলকাতা পুরভোটের প্রচারের সময়সীমা

পুবের কলম
  • আপডেট : ২৭ নভেম্বর ২০২১, শনিবার
  • / 13

পুবের কলম প্রতিবেদকঃ রাজনৈতিক দলগুলির দাবি মেনে নিয়ে আসন্ন কলকাতা পুরভোটের প্রচারের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। প্রতিদিন বাড়তি দুই ঘন্টা প্রচার চালানোর অনুমতি দিয়ে শিগগিরই সংশোধিত নির্দেশিকা জারি করা হচ্ছে। রাজ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্তে অধিকাংশ রাজনৈতিক দলই সন্তোষ প্রকাশ করেছে।


মহানগরীতে করোনা সংক্রমণের বিষয়টি মাথায় রেখে প্রথমে প্রচারের সময়সীমা কাটছাঁট করার পথে হেঁটেছিল রাজ্য নির্বাচন কমিশন। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রচারের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। সাতটার পর থেকে কোনও রকম প্রচার করা যাবে না বলে জানানো হয়েছিল। শুধু তাই নয়– জাতীয় নির্বাচন কমিশনের দেখানো পথে হেঁটে ভোটের তিন দিন আগে প্রচার শেষ করার জন্য নির্দেশও দেওয়া হয়েছিল।


কমিশনের সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়েছিল রাজনৈতিক দলগুলি। সেই সঙ্গে সময়সীমা বাড়ানোর আর্জি জানানো হয়েছিল।

সূত্রের খবর, সেই আর্জি মেনে নিয়ে সকাল দশটার পরিবর্তে সকাল নয়টা থেকে প্রচার শুরু করার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কমিশনের শীর্ষ আধিকারিকরা। পাশাপাশি সন্ধ্যা সাতটার পরিবর্তে প্রচার শেষ করার সময়সীমা বাড়িয়ে রাত আটটা করা হচ্ছে। প্রচার শেষ করার সময়সীমা ৭২ ঘন্টা থেকে কমিয়ে ৪৮ ঘণ্টা করার পথে হাঁটার বিষয়টি নিয়েও ভাবনাচিন্তা করা হচ্ছে।


শুক্রবার রাজ্য নির্বাচন কমিশনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন– ‘খুব শিগগিরই প্রচারের সময়সীমা নিয়ে সংশোধিত নির্দেশিকা জারি হবে।’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাড়ছে কলকাতা পুরভোটের প্রচারের সময়সীমা

আপডেট : ২৭ নভেম্বর ২০২১, শনিবার

পুবের কলম প্রতিবেদকঃ রাজনৈতিক দলগুলির দাবি মেনে নিয়ে আসন্ন কলকাতা পুরভোটের প্রচারের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। প্রতিদিন বাড়তি দুই ঘন্টা প্রচার চালানোর অনুমতি দিয়ে শিগগিরই সংশোধিত নির্দেশিকা জারি করা হচ্ছে। রাজ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্তে অধিকাংশ রাজনৈতিক দলই সন্তোষ প্রকাশ করেছে।


মহানগরীতে করোনা সংক্রমণের বিষয়টি মাথায় রেখে প্রথমে প্রচারের সময়সীমা কাটছাঁট করার পথে হেঁটেছিল রাজ্য নির্বাচন কমিশন। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রচারের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। সাতটার পর থেকে কোনও রকম প্রচার করা যাবে না বলে জানানো হয়েছিল। শুধু তাই নয়– জাতীয় নির্বাচন কমিশনের দেখানো পথে হেঁটে ভোটের তিন দিন আগে প্রচার শেষ করার জন্য নির্দেশও দেওয়া হয়েছিল।


কমিশনের সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়েছিল রাজনৈতিক দলগুলি। সেই সঙ্গে সময়সীমা বাড়ানোর আর্জি জানানো হয়েছিল।

সূত্রের খবর, সেই আর্জি মেনে নিয়ে সকাল দশটার পরিবর্তে সকাল নয়টা থেকে প্রচার শুরু করার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কমিশনের শীর্ষ আধিকারিকরা। পাশাপাশি সন্ধ্যা সাতটার পরিবর্তে প্রচার শেষ করার সময়সীমা বাড়িয়ে রাত আটটা করা হচ্ছে। প্রচার শেষ করার সময়সীমা ৭২ ঘন্টা থেকে কমিয়ে ৪৮ ঘণ্টা করার পথে হাঁটার বিষয়টি নিয়েও ভাবনাচিন্তা করা হচ্ছে।


শুক্রবার রাজ্য নির্বাচন কমিশনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন– ‘খুব শিগগিরই প্রচারের সময়সীমা নিয়ে সংশোধিত নির্দেশিকা জারি হবে।’