০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মমতা-শরদ বৈঠক, বিজেপিকে রুখতে সমমনস্ক দলগুলিকে একজোট হওয়ার বার্তা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১ ডিসেম্বর ২০২১, বুধবার
  • / 13

পুবের কলম, ওয়েবডেস্কঃ তৃণমূলকে সর্বভারতীয় দল হিসেবে উপস্থাপন করতে লড়াইয়ের ময়দানে বাংলার শাসকদল। একগুচ্ছ কর্মসূচি নিয়ে এই মুহূর্তে মুম্বইয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে বিশিষ্টজনেদের সঙ্গে বৈঠকের পর দুপুরের দিকে এনসিপি’র বর্ষীয়ান নেতা শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুজনের মধ্যে প্রায় একঘন্টা ধরে এদিন বৈঠক চলে। মমতা ও শরদ পাওয়ার ছাড়াও বৈঠকে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এসে শরদ পাওয়ার বলেন, বিজেপিকে রুখতে সমমনস্ক দলগুলিকে একজোট হতে হবে।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যে যেখানে শক্তিশালী তা নিয়েই লড়াই। কেউ লড়াই না করতে চাইলে কি করব? তখন আমাদের লড়াই করতে হবে।’
এদিন মমতা বলেন, ‘আমি মুম্বই এসেছিলাম, শরদ পাওয়ার ও উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করতে। কিন্তু উদ্ধব ঠাকরের শরীর খারাপ থাকায় ওনার সঙ্গে দেখা হয়নি। ওঁনার দলের সঞ্জয় রাউত এবং উদ্ধবের ছেলে আদিত্য ঠাকরের সঙ্গে কথা হয়েছে।

আরও পড়ুন: রাজ্য বিজেপির সভাপতি হলেন শমীক ভট্টাচার্য, বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নাম ঘোষণা

আরও পড়ুন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিজেপির নয়া সভাপতি শমীক ভট্টাচার্য

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মমতা-শরদ বৈঠক, বিজেপিকে রুখতে সমমনস্ক দলগুলিকে একজোট হওয়ার বার্তা

আপডেট : ১ ডিসেম্বর ২০২১, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ তৃণমূলকে সর্বভারতীয় দল হিসেবে উপস্থাপন করতে লড়াইয়ের ময়দানে বাংলার শাসকদল। একগুচ্ছ কর্মসূচি নিয়ে এই মুহূর্তে মুম্বইয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে বিশিষ্টজনেদের সঙ্গে বৈঠকের পর দুপুরের দিকে এনসিপি’র বর্ষীয়ান নেতা শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুজনের মধ্যে প্রায় একঘন্টা ধরে এদিন বৈঠক চলে। মমতা ও শরদ পাওয়ার ছাড়াও বৈঠকে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এসে শরদ পাওয়ার বলেন, বিজেপিকে রুখতে সমমনস্ক দলগুলিকে একজোট হতে হবে।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যে যেখানে শক্তিশালী তা নিয়েই লড়াই। কেউ লড়াই না করতে চাইলে কি করব? তখন আমাদের লড়াই করতে হবে।’
এদিন মমতা বলেন, ‘আমি মুম্বই এসেছিলাম, শরদ পাওয়ার ও উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করতে। কিন্তু উদ্ধব ঠাকরের শরীর খারাপ থাকায় ওনার সঙ্গে দেখা হয়নি। ওঁনার দলের সঞ্জয় রাউত এবং উদ্ধবের ছেলে আদিত্য ঠাকরের সঙ্গে কথা হয়েছে।

আরও পড়ুন: রাজ্য বিজেপির সভাপতি হলেন শমীক ভট্টাচার্য, বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নাম ঘোষণা

আরও পড়ুন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিজেপির নয়া সভাপতি শমীক ভট্টাচার্য