০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

রাষ্ট্রপতিকে দিয়ে নয়া সংসদ ভবন উদ্বোধনের আর্জি খারিজ করল শীর্ষ আদালত  

ইমামা খাতুন
  • আপডেট : ২৬ মে ২০২৩, শুক্রবার
  • / 181

পুবের কলম,ওয়েবডেস্ক:নতুন সংসদ ভবন উদ্বোধন করবে কে, মোদি নাকি সাংবিধানিক  প্রধান দ্রৌপদি মুর্মু তা নিয়ে বেঁধে ছিল বিতর্কের দানা। মামলা গড়ায়  সুপ্রিম কোর্ট পর্যন্ত। দাবি ছিল,  রাষ্ট্রপতিরই নতুন সংসদ ভবন উদ্বোধন করা উচিত। শুক্রবার সেই জনস্বার্থ মামলায় ইতি টানল সুপ্রিম কোর্ট। এই ইস্যুটি শীর্ষ আদালতের জন্য প্রাসঙ্গিক নয়,  এমনটাই জানানো হয়েছে। ফলে মোদির হাতেই থাকল নতুন সংসদ ভবন উদ্বোধনের রশি।

বিচারপতি জেকে মাহেশ্বরী এবং পিএস নরসিমহার সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ শুক্রবার মামলার আবেদনকারী আইনজীবী জয়া সুখিনকে বলে,  ”কেন এই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে, সুপ্রিম কোর্ট তা বুঝতে পারছে না। সংবিধানের ৩২ নম্বর অনুচ্ছেদ মেনে এই আবেদনের শুনানি হতে পারে না।” আবেদনকারী জয়া তখন ভারতীয় সংবিধানের ৭৯ নম্বর ধারার উল্লেখ করে বলেন, সংসদ মানুষের তৈরি গণতন্ত্রের পীঠস্থান। দেশের প্রধান নাগরিক রাষ্ট্রপতি। তিনি সাংবিধানিক প্রধান। রাষ্ট্রপতির হাতে সংসদ উদ্বোধন হওয়া বাঞ্ছনীয়। কিন্তু, তাঁকে আমন্ত্রণ না জানানো ভারতের সংবিধানের অবমাননা।

এছাড়া, ১৮ মে লোকসভা সচিবালয়ের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নয়া সংসদ ভবন উদ্বোধনের যে ঘোষণা করা হয়েছিল, তা সংবিধান বিরুদ্ধ।

সংবিধানের ৮৭ নম্বর ধারা অনুযায়ী, প্রতি সংসদ অধিবেশন শুরুর আগে দুই কক্ষ রাজ্যসভা এবং লোকসভায় ভাষণ দেন রাষ্ট্রপতি। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে রাষ্ট্রপতিকেই আমন্ত্রণ জানানো হয়নি।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাষ্ট্রপতিকে দিয়ে নয়া সংসদ ভবন উদ্বোধনের আর্জি খারিজ করল শীর্ষ আদালত  

আপডেট : ২৬ মে ২০২৩, শুক্রবার

পুবের কলম,ওয়েবডেস্ক:নতুন সংসদ ভবন উদ্বোধন করবে কে, মোদি নাকি সাংবিধানিক  প্রধান দ্রৌপদি মুর্মু তা নিয়ে বেঁধে ছিল বিতর্কের দানা। মামলা গড়ায়  সুপ্রিম কোর্ট পর্যন্ত। দাবি ছিল,  রাষ্ট্রপতিরই নতুন সংসদ ভবন উদ্বোধন করা উচিত। শুক্রবার সেই জনস্বার্থ মামলায় ইতি টানল সুপ্রিম কোর্ট। এই ইস্যুটি শীর্ষ আদালতের জন্য প্রাসঙ্গিক নয়,  এমনটাই জানানো হয়েছে। ফলে মোদির হাতেই থাকল নতুন সংসদ ভবন উদ্বোধনের রশি।

বিচারপতি জেকে মাহেশ্বরী এবং পিএস নরসিমহার সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ শুক্রবার মামলার আবেদনকারী আইনজীবী জয়া সুখিনকে বলে,  ”কেন এই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে, সুপ্রিম কোর্ট তা বুঝতে পারছে না। সংবিধানের ৩২ নম্বর অনুচ্ছেদ মেনে এই আবেদনের শুনানি হতে পারে না।” আবেদনকারী জয়া তখন ভারতীয় সংবিধানের ৭৯ নম্বর ধারার উল্লেখ করে বলেন, সংসদ মানুষের তৈরি গণতন্ত্রের পীঠস্থান। দেশের প্রধান নাগরিক রাষ্ট্রপতি। তিনি সাংবিধানিক প্রধান। রাষ্ট্রপতির হাতে সংসদ উদ্বোধন হওয়া বাঞ্ছনীয়। কিন্তু, তাঁকে আমন্ত্রণ না জানানো ভারতের সংবিধানের অবমাননা।

এছাড়া, ১৮ মে লোকসভা সচিবালয়ের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নয়া সংসদ ভবন উদ্বোধনের যে ঘোষণা করা হয়েছিল, তা সংবিধান বিরুদ্ধ।

সংবিধানের ৮৭ নম্বর ধারা অনুযায়ী, প্রতি সংসদ অধিবেশন শুরুর আগে দুই কক্ষ রাজ্যসভা এবং লোকসভায় ভাষণ দেন রাষ্ট্রপতি। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে রাষ্ট্রপতিকেই আমন্ত্রণ জানানো হয়নি।