০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রাশিয়া ও চিনের মধ্যে যুদ্ধ বাধাতে ইন্ধন ট্রাম্পের!

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৮ মার্চ ২০২২, মঙ্গলবার
  • / 64

পুবের কলম ওয়েবডেস্কঃ যুদ্ধ উসকে দিতে সিদ্ধহস্ত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন, ইউক্রেনে আগ্রাসনের প্রতিশোধ হিসেবে আমেরিকার উচিত এফ-২২ বিমানে চিনের পতাকা লাগিয়ে রাশিয়ার ওপর বোমা ফেলা। তাহলে তারা একে অপরের বিরুদ্ধে যুদ্ধে নেমে যাবে। নিউ অর্লিন্স অঙ্গরাজ্যে রিপাবলিকান ন্যাশনাল কমিটির তহবিল সংগ্রহ অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প ঠাট্টার ছলে এ কথা বলেন। তিনি বলেন, ‍‌‌‌‌‌‌’মার্কিন যদ্ধিবিমান এফ-২২তে চিনা পতাকা লাগিয়ে ইউক্রেনে অভিযান পরিচালনাকারী রাশিয়ার সেনাদের ওপর বোমা বর্ষণ করা হোক। তখন আমরা বলতে পারব চিন এই হামলা চালিয়েছে।

 

আরও পড়ুন: ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা ‘হাস্যকর’, তীব্র সমালোচনায় ট্রাম্প

এরপর তারা একে অপরের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যাবে এবং আমরা বসে বসে তা দেখব। ডোনাল্ড ট্রাম্পের এ কথায় হলভর্তি লোকজন অট্টহাসিতে ফেটে পড়ে।’ ডোনাল্ড ট্রাম্প এর আগে বলেছিলেন, ক্ষমতায় থাকাকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বন্ধু ছিলেন তিনি। সে সময় তিনি নাকি পুতিনকে বলেছিলেন, যদি কোনও সমস্যা তৈরির চেষ্টা করা হয়, তাহলে মস্কোর ওপর হামলা চালানো হবে। এ কারণে তিনি ক্ষমতায় থাকতে পুতিন এই ধরনের সামরিক অভিযানের সাহস করেননি। ট্রাম্প ন্যাটোকে একটি ‍‌‌‌‌‌‌’কাগুজে বাঘ’ হিসেবে অভিহিত করে বলেন, তিনি প্রেসিডেন্ট থাকাকালে মার্কিন সামরিক বাহিনী রাশিয়ান সৈন্যদের বিরুদ্ধে লড়াইয়ে জিতেছিল। এ সময় দাবি করেন, তিনি অন্য যে কোনও মার্কিন নেতার চেয়ে ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে বেশি কঠোর ছিলেন।

আরও পড়ুন: সন্তান জন্ম দিলেই মিলবে টাকা, জন্মহার বাড়াতে অনুদান দিচ্ছে শি জিনপিং-এর সরকার

 

আরও পড়ুন: ট্রাম্প-পুতিন টেলিফোনিক কথোপকথনের পরই ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাশিয়া ও চিনের মধ্যে যুদ্ধ বাধাতে ইন্ধন ট্রাম্পের!

আপডেট : ৮ মার্চ ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্কঃ যুদ্ধ উসকে দিতে সিদ্ধহস্ত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন, ইউক্রেনে আগ্রাসনের প্রতিশোধ হিসেবে আমেরিকার উচিত এফ-২২ বিমানে চিনের পতাকা লাগিয়ে রাশিয়ার ওপর বোমা ফেলা। তাহলে তারা একে অপরের বিরুদ্ধে যুদ্ধে নেমে যাবে। নিউ অর্লিন্স অঙ্গরাজ্যে রিপাবলিকান ন্যাশনাল কমিটির তহবিল সংগ্রহ অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প ঠাট্টার ছলে এ কথা বলেন। তিনি বলেন, ‍‌‌‌‌‌‌’মার্কিন যদ্ধিবিমান এফ-২২তে চিনা পতাকা লাগিয়ে ইউক্রেনে অভিযান পরিচালনাকারী রাশিয়ার সেনাদের ওপর বোমা বর্ষণ করা হোক। তখন আমরা বলতে পারব চিন এই হামলা চালিয়েছে।

 

আরও পড়ুন: ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা ‘হাস্যকর’, তীব্র সমালোচনায় ট্রাম্প

এরপর তারা একে অপরের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যাবে এবং আমরা বসে বসে তা দেখব। ডোনাল্ড ট্রাম্পের এ কথায় হলভর্তি লোকজন অট্টহাসিতে ফেটে পড়ে।’ ডোনাল্ড ট্রাম্প এর আগে বলেছিলেন, ক্ষমতায় থাকাকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বন্ধু ছিলেন তিনি। সে সময় তিনি নাকি পুতিনকে বলেছিলেন, যদি কোনও সমস্যা তৈরির চেষ্টা করা হয়, তাহলে মস্কোর ওপর হামলা চালানো হবে। এ কারণে তিনি ক্ষমতায় থাকতে পুতিন এই ধরনের সামরিক অভিযানের সাহস করেননি। ট্রাম্প ন্যাটোকে একটি ‍‌‌‌‌‌‌’কাগুজে বাঘ’ হিসেবে অভিহিত করে বলেন, তিনি প্রেসিডেন্ট থাকাকালে মার্কিন সামরিক বাহিনী রাশিয়ান সৈন্যদের বিরুদ্ধে লড়াইয়ে জিতেছিল। এ সময় দাবি করেন, তিনি অন্য যে কোনও মার্কিন নেতার চেয়ে ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে বেশি কঠোর ছিলেন।

আরও পড়ুন: সন্তান জন্ম দিলেই মিলবে টাকা, জন্মহার বাড়াতে অনুদান দিচ্ছে শি জিনপিং-এর সরকার

 

আরও পড়ুন: ট্রাম্প-পুতিন টেলিফোনিক কথোপকথনের পরই ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার