০২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বড়দিনের সকালেই উত্তপ্ত উপত্যকা, সেনার গুলিতে নিহত ২ সন্ত্রাসবাদী

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, শনিবার
  • / 83

পুবের কলম ওয়েবডেস্কঃ শনিবার বড়দিনের সকালেই গুলির লড়াইতে উত্তপ্ত ভূস্বর্গ। জওয়ানদের গুলিতে নিহত হয়েছে দুই সন্ত্রাসবাদী। সংবাদসংস্থা সূত্রে এমনটাই জানা যাচ্ছে।

শনিবার সকালে শোপিয়ান জেলার চউগাম এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে সন্ত্রাসবাদীদের ডেরায় অভিযান শুরু করে সেনাবাহিনী।শুরু হয় গুলির লড়াই। টানা কিছুটা সময় ধরে চলে গুলির লড়াই।এরপর জওয়ানদের গুলিতে নিহত হয় দুই সন্ত্রাসবাদী।

আরও পড়ুন: অফিসের ভেতর শ্রীলঙ্কার বিরোধী নেতাকে লক্ষ্য করে গুলি, খুন লাসান্থা

https://t.me/puberkalompatrika

আরও পড়ুন: ৪ ফিলিস্তিনিকে গুলি করে মারল ইসরাইল

 

আরও পড়ুন: ফের উপত্যকায় কাশ্মীরি পণ্ডিতকে গুলি করে খুন, দায় নিল টিআরএফ

কাশ্মীর পুলিশ জানিয়েছে, নিহত জঙ্গিরা কোনও সংগঠনের সদস্য তা এখনও জানা যায়নি। তবে সূত্রের খবর, নিহতদের হিজবুল সদস্য হওয়ার খবর মিলেছে। উল্লেখ্য এর আগে গত বুধবার জোড়া জঙ্গি হামলা হয় উপত্যকায়। প্রাণ হারান দুই পুলিশ কর্মী। জখম হন ১২জন।এরপর থেকেই কাশ্মীরে আরও জোরদার হয় সন্ত্রাসবাদীদের দমনের প্রক্রিয়া।

চলতি বছরের জুন মাসেই  জুন মাসেই কাশ্মীরে লস্করের কমান্ডার নাদিম আবরার-সহ দুই  সন্ত্রাসবাদী নিহত হয়  সেনাবাহিনীর গুলিতে। সব মিলিয়ে কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসের শিকড় উপড়ে ফেলতে বদ্ধপরিকর ভারতীয় সেনাবাহিনী।  তারজন্যই এইভাবে চলছে অভিযান বলে সেনা সূত্রের খবর। ( ফাইল ছবি)

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বড়দিনের সকালেই উত্তপ্ত উপত্যকা, সেনার গুলিতে নিহত ২ সন্ত্রাসবাদী

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, শনিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ শনিবার বড়দিনের সকালেই গুলির লড়াইতে উত্তপ্ত ভূস্বর্গ। জওয়ানদের গুলিতে নিহত হয়েছে দুই সন্ত্রাসবাদী। সংবাদসংস্থা সূত্রে এমনটাই জানা যাচ্ছে।

শনিবার সকালে শোপিয়ান জেলার চউগাম এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে সন্ত্রাসবাদীদের ডেরায় অভিযান শুরু করে সেনাবাহিনী।শুরু হয় গুলির লড়াই। টানা কিছুটা সময় ধরে চলে গুলির লড়াই।এরপর জওয়ানদের গুলিতে নিহত হয় দুই সন্ত্রাসবাদী।

আরও পড়ুন: অফিসের ভেতর শ্রীলঙ্কার বিরোধী নেতাকে লক্ষ্য করে গুলি, খুন লাসান্থা

https://t.me/puberkalompatrika

আরও পড়ুন: ৪ ফিলিস্তিনিকে গুলি করে মারল ইসরাইল

 

আরও পড়ুন: ফের উপত্যকায় কাশ্মীরি পণ্ডিতকে গুলি করে খুন, দায় নিল টিআরএফ

কাশ্মীর পুলিশ জানিয়েছে, নিহত জঙ্গিরা কোনও সংগঠনের সদস্য তা এখনও জানা যায়নি। তবে সূত্রের খবর, নিহতদের হিজবুল সদস্য হওয়ার খবর মিলেছে। উল্লেখ্য এর আগে গত বুধবার জোড়া জঙ্গি হামলা হয় উপত্যকায়। প্রাণ হারান দুই পুলিশ কর্মী। জখম হন ১২জন।এরপর থেকেই কাশ্মীরে আরও জোরদার হয় সন্ত্রাসবাদীদের দমনের প্রক্রিয়া।

চলতি বছরের জুন মাসেই  জুন মাসেই কাশ্মীরে লস্করের কমান্ডার নাদিম আবরার-সহ দুই  সন্ত্রাসবাদী নিহত হয়  সেনাবাহিনীর গুলিতে। সব মিলিয়ে কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসের শিকড় উপড়ে ফেলতে বদ্ধপরিকর ভারতীয় সেনাবাহিনী।  তারজন্যই এইভাবে চলছে অভিযান বলে সেনা সূত্রের খবর। ( ফাইল ছবি)