২৬ জুলাই ২০২৫, শনিবার, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রাম পেলেন বিরাট

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৪ জুলাই ২০২২, বৃহস্পতিবার
  • / 48
পুবের কলম, ওয়েবডেস্ক: অবশেষে আবেদন গ্রাহ্য হল বিরাট কোহলির। ওয়েস্ট ইন্ডিজগামী ভারতীয় দলের ওয়ানডে সিরিজে তাকে বিশ্রাম দিয়েছিলেন নির্বাচকরা। শুধু তিনি নয় রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহদেরও বিশ্রাম দেওয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে দল থেকে। টি-টোয়েন্টি দল তখনো ঘোষণা করা হয়নি। বিরাট কোহলি টি-টোয়েন্টি দল থেকেও বিশ্রামের আবেদন জানিয়েছিলেন বিসিসিআই এর কাছে।
সূত্রের খবর ছিল বিসিসিআই সেই আবেদনে সাড়া দেবে। বিসিসিআই সেই আবেদনে সাড়া দিয়ে বিরাটের ছুটি মঞ্জুর করেছে। শুধু বিরাট নয়, ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত হতে চলা টি-টোয়েন্টি সিরিজের দল থেকে জসপ্রীত বুমরাহকেও বিশ্রাম দেওয়া হয়েছে। যার অর্থ বাকিরা ওয়েস্ট ইন্ডিজ সফরে গেলেও বিরাট এবং বুমরাহ এবার আর ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন না। বুমরাহর বদলে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন কুলদীপ যাদব।
বিসিসিআই জানিয়েছিল ইংল্যান্ড সিরিজ থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দলের জন্য প্লেয়ার বাছাই করা হবে। এক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ সফর প্রত্যেকটি ভারতীয় ক্রিকেটারের জন্য খুব গুরুত্বপূর্ণ সফর হতে যাচ্ছে। নির্বাচকদের একাংশ জানিয়েছিলেন বিরাট কোহলি যদি ইংল্যান্ড সফরে এবং ওয়েস্ট ইন্ডিজ সফরে কিছু না করতে পারেন তাহলে অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে তাকে রাখা নিয়ে চরম সিদ্ধান্ত নেওয়া হতে পারে। অর্থাৎ বিরাট কোহলি যদি  ফর্মে না ফেরেন  তাহলে তাকে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের বাইরে রাখারও আলোচনা হয়েছে। তাই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি সিরিজটা বিরাটের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু তিনি না থাকলেও কোনও অসুবিধা নেই। তাতে তার বিশ্বকাপে যাওয়া আটকাবে না।
বিসিসিআইয়ের নির্বাচন কমিটির প্রধান চেতন শর্মা জানিয়ে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে বিরাট না থাকলেও কোন সমস্যা নেই। অস্ট্রেলিয়ার মাটিতে  হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাটকে রেখেই দল সাজানোর ভাবনা চলছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রাম পেলেন বিরাট

আপডেট : ১৪ জুলাই ২০২২, বৃহস্পতিবার
পুবের কলম, ওয়েবডেস্ক: অবশেষে আবেদন গ্রাহ্য হল বিরাট কোহলির। ওয়েস্ট ইন্ডিজগামী ভারতীয় দলের ওয়ানডে সিরিজে তাকে বিশ্রাম দিয়েছিলেন নির্বাচকরা। শুধু তিনি নয় রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহদেরও বিশ্রাম দেওয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে দল থেকে। টি-টোয়েন্টি দল তখনো ঘোষণা করা হয়নি। বিরাট কোহলি টি-টোয়েন্টি দল থেকেও বিশ্রামের আবেদন জানিয়েছিলেন বিসিসিআই এর কাছে।
সূত্রের খবর ছিল বিসিসিআই সেই আবেদনে সাড়া দেবে। বিসিসিআই সেই আবেদনে সাড়া দিয়ে বিরাটের ছুটি মঞ্জুর করেছে। শুধু বিরাট নয়, ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত হতে চলা টি-টোয়েন্টি সিরিজের দল থেকে জসপ্রীত বুমরাহকেও বিশ্রাম দেওয়া হয়েছে। যার অর্থ বাকিরা ওয়েস্ট ইন্ডিজ সফরে গেলেও বিরাট এবং বুমরাহ এবার আর ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন না। বুমরাহর বদলে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন কুলদীপ যাদব।
বিসিসিআই জানিয়েছিল ইংল্যান্ড সিরিজ থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দলের জন্য প্লেয়ার বাছাই করা হবে। এক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ সফর প্রত্যেকটি ভারতীয় ক্রিকেটারের জন্য খুব গুরুত্বপূর্ণ সফর হতে যাচ্ছে। নির্বাচকদের একাংশ জানিয়েছিলেন বিরাট কোহলি যদি ইংল্যান্ড সফরে এবং ওয়েস্ট ইন্ডিজ সফরে কিছু না করতে পারেন তাহলে অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে তাকে রাখা নিয়ে চরম সিদ্ধান্ত নেওয়া হতে পারে। অর্থাৎ বিরাট কোহলি যদি  ফর্মে না ফেরেন  তাহলে তাকে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের বাইরে রাখারও আলোচনা হয়েছে। তাই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি সিরিজটা বিরাটের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু তিনি না থাকলেও কোনও অসুবিধা নেই। তাতে তার বিশ্বকাপে যাওয়া আটকাবে না।
বিসিসিআইয়ের নির্বাচন কমিটির প্রধান চেতন শর্মা জানিয়ে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে বিরাট না থাকলেও কোন সমস্যা নেই। অস্ট্রেলিয়ার মাটিতে  হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাটকে রেখেই দল সাজানোর ভাবনা চলছে।