২৬ জুলাই ২০২৫, শনিবার, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জোহানেসবার্গের ফুটভলি খেললেন বিরাট, দ্রাবিড়রা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, শনিবার
  • / 97

 

পুবের কলম ওয়েবডেস্কঃ  দক্ষিণ আফ্রিকার মাটিতে আগেই পৌঁছে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। কঠিন কোয়ারেন্টাইনের মধ্যেই নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার মরিয়া প্রচেষ্টায় ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য ভারতীয় ক্রিকেট দল নিজেদের ফিট রাখতে ফুট ভলি খেলল। বিরাট কোহলি রাহুল দ্রাবিড় উমেশ যাদব প্রত্যেকেই বেশ মজা করে এই ফুট ভলিতে অংশ নিলেন। ক্যাপ্টেন কোহলি, দ্রাবিড়, চেতেশ্বর পুজারা অনেকক্ষণ দৌড়ালে ন।

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফি: বিরাট-রোহিতদের সঙ্গে থাকতে পারবে পরিবার!

দেখা গেল রাহুল দ্রাবিড় শট মেরে সার্ভিস করছেন আর বিরাট সেই বল উল্টো দিকে দাঁড়িয়ে বুকে রিসিভ করছেন। আবার বিরাট কোহলি শট মারছেন দ্রাবিড় তাতে হেড করে প্রতিপক্ষের কোর্টে পাঠিয়ে দিচ্ছেন। প্রত্যেক ক্রিকেটার আলাদা আলাদা করে ফিজিক্যাল ট্রেনার সোহম দেশাই এর অধীনে কঠিন ফিজিক্যাল ট্রেনিং করে গেলেন। পুশ আপ, জিমের সমস্ত রকম কর্মকাণ্ড করে গেল ভারতীয় টিম

আরও পড়ুন: পার্ক ষ্ট্রিটে নিজের রেস্তোরাঁয় বিরাট, দিলেন খুদের সঙ্গে পোজ

আরও পড়ুন: জোহানেসবার্গের প্রথম মুসলিম মেয়র আমাদ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জোহানেসবার্গের ফুটভলি খেললেন বিরাট, দ্রাবিড়রা

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, শনিবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ  দক্ষিণ আফ্রিকার মাটিতে আগেই পৌঁছে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। কঠিন কোয়ারেন্টাইনের মধ্যেই নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার মরিয়া প্রচেষ্টায় ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য ভারতীয় ক্রিকেট দল নিজেদের ফিট রাখতে ফুট ভলি খেলল। বিরাট কোহলি রাহুল দ্রাবিড় উমেশ যাদব প্রত্যেকেই বেশ মজা করে এই ফুট ভলিতে অংশ নিলেন। ক্যাপ্টেন কোহলি, দ্রাবিড়, চেতেশ্বর পুজারা অনেকক্ষণ দৌড়ালে ন।

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফি: বিরাট-রোহিতদের সঙ্গে থাকতে পারবে পরিবার!

দেখা গেল রাহুল দ্রাবিড় শট মেরে সার্ভিস করছেন আর বিরাট সেই বল উল্টো দিকে দাঁড়িয়ে বুকে রিসিভ করছেন। আবার বিরাট কোহলি শট মারছেন দ্রাবিড় তাতে হেড করে প্রতিপক্ষের কোর্টে পাঠিয়ে দিচ্ছেন। প্রত্যেক ক্রিকেটার আলাদা আলাদা করে ফিজিক্যাল ট্রেনার সোহম দেশাই এর অধীনে কঠিন ফিজিক্যাল ট্রেনিং করে গেলেন। পুশ আপ, জিমের সমস্ত রকম কর্মকাণ্ড করে গেল ভারতীয় টিম

আরও পড়ুন: পার্ক ষ্ট্রিটে নিজের রেস্তোরাঁয় বিরাট, দিলেন খুদের সঙ্গে পোজ

আরও পড়ুন: জোহানেসবার্গের প্রথম মুসলিম মেয়র আমাদ