সন্ত্রাস রুখতে কি কি পদক্ষেপ নিচ্ছে ত্রিপুরা সরকার, রিপোর্ট তলব শীর্ষ আদালতের

- আপডেট : ২৩ নভেম্বর ২০২১, মঙ্গলবার
- / 18
পুবের কলম, ওয়েবডেস্কঃ ত্রিপুরায় লাগাতার চলা হিংসা রুখতে সরকার কি কি পদক্ষেপ নিচ্ছে তা জানতে চাইল সুপ্রিম কোর্ট। আজ দুপুর ১২.৪৫ এর মধ্যেই সেই রিপোর্ট পেশ করার কথা। ত্রিপুরার ডিজিপি এবং স্বরাষ্ট্রসচিবকে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
উত্তপ্ত আগরতলা। একাধিক ইস্যুকে ঘিরে বার বার উত্তপ্ত হয়ে উঠছে ত্রিপুরা। পুরভোটের আগে একাধিকবার তৃণমূলের উপর আক্রমণের ঘটনা ঘটছে। এই নিয়ে বার বার ক্ষোভ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যান তৃণমূলের সাংসদরা। বৈঠক শেষে সাংসদরা জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়েছেন ত্রিপুরায় সন্ত্রাস আর হবে না।
অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক থেকে হুঁশিয়ারি দিয়ে বলে ইতিমধ্যেই তারা সুপ্রিম কোর্টের কাছে সন্ত্রাসের সমস্ত রিপোর্ট, ছবি সব জমা দিয়েছে।
আজ সেই মর্মে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় ত্রিপুরায় লাগাতার হিংসা রুখতে তারা কি কি পদক্ষেপ নিচ্ছে তা জানতে চায়।