০২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

নির্বিচারে গাছ ও পাহাড় কাটার অভিযোগ, ত্রিপুরার পাহাড়ে বড়সড় ফাটলে আতঙ্কে বাসিন্দারা

সুস্মিতা
  • আপডেট : ১৩ অগাস্ট ২০২৩, রবিবার
  • / 68

Photo: Twitter // @traveloguerkanishk

পুবের কলম, ওয়েবডেস্ক: বড়সড় ফাটল ত্রিপুরার পাহাড়ে। আতঙ্কে ঘরবাড়ি ছাড়ছে গ্রামের বাসিন্দারা। ত্রিপুরার ত্লাক্সি নামের একটি পাহাড়ি গ্রামের বাসিন্দাদের মধ্যে শুরু হয়েছে আতঙ্ক। জম্পুই পাহাড়ে ফাটলে বেশ কিছু বাড়ি মাঝ বরাবর দু-ভাগ হয়ে গেছে। গোটা পাহাড় ধীরে ধীরে বসে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। যে কোনও সময় বিশাল পাহাড় ধসে গিয়ে কাঞ্চনপুর-জম্পুই সড়কটাই নিশ্চিহ্ন হয়ে যেতে পারে বলেও তাদের আশঙ্কা।

 

আরও পড়ুন: ত্রিপুরায় ১০০টি উপজাতি হস্টেলে শিক্ষা দুর্নীতি, মিলছে না স্টাইপেন্ডও

স্থানীয় বাসিন্দারা বলেন, কেন্দ্রীয় সরকারের সংস্থা এনএইচআইসিডিএল কাঞ্চনপুর জম্পুই থেকে মিজোরাম হয়ে বিকল্প জাতীয় সড়ক নির্মাণের কাজ শুরু করেছে। নগর উন্নায়ন করতে গিয়ে নির্বিচারে গাছ ও পাহাড় কেটে ফেলেছে। ফলে এই বিপর্যয় সৃষ্টি হয়েছে। এখানে নরম পাহাড় কাটার আগে যথাযথ মাটি পরীক্ষাও করা হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের।

আরও পড়ুন: ত্রিপুরার উচ্চমাধ্যমিকে প্রথম কৃষকের ছেলে, ইচ্ছা  সিভিল সার্ভিস

 

আরও পড়ুন: Breaking: ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ গঙ্গোপাধ্যায়

জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া-র আধিকারিকরা আগরতলা থেকে গিয়ে ঘটনাস্থল দেখে এলেও এই বিপদের সমাধানে কোনও পরামর্শ দিতে পারেননি। অতিরিক্ত জেলাশাসক বিপ্লববাবু জানালেন, ত্লাক্সি গ্রামে প্রায় ২০০ মিটার ফাটল তৈরি হয়েছে। ৮-৯টি পরিবারকে আপত্কালীন সাহায্য করা হয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নির্বিচারে গাছ ও পাহাড় কাটার অভিযোগ, ত্রিপুরার পাহাড়ে বড়সড় ফাটলে আতঙ্কে বাসিন্দারা

আপডেট : ১৩ অগাস্ট ২০২৩, রবিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: বড়সড় ফাটল ত্রিপুরার পাহাড়ে। আতঙ্কে ঘরবাড়ি ছাড়ছে গ্রামের বাসিন্দারা। ত্রিপুরার ত্লাক্সি নামের একটি পাহাড়ি গ্রামের বাসিন্দাদের মধ্যে শুরু হয়েছে আতঙ্ক। জম্পুই পাহাড়ে ফাটলে বেশ কিছু বাড়ি মাঝ বরাবর দু-ভাগ হয়ে গেছে। গোটা পাহাড় ধীরে ধীরে বসে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। যে কোনও সময় বিশাল পাহাড় ধসে গিয়ে কাঞ্চনপুর-জম্পুই সড়কটাই নিশ্চিহ্ন হয়ে যেতে পারে বলেও তাদের আশঙ্কা।

 

আরও পড়ুন: ত্রিপুরায় ১০০টি উপজাতি হস্টেলে শিক্ষা দুর্নীতি, মিলছে না স্টাইপেন্ডও

স্থানীয় বাসিন্দারা বলেন, কেন্দ্রীয় সরকারের সংস্থা এনএইচআইসিডিএল কাঞ্চনপুর জম্পুই থেকে মিজোরাম হয়ে বিকল্প জাতীয় সড়ক নির্মাণের কাজ শুরু করেছে। নগর উন্নায়ন করতে গিয়ে নির্বিচারে গাছ ও পাহাড় কেটে ফেলেছে। ফলে এই বিপর্যয় সৃষ্টি হয়েছে। এখানে নরম পাহাড় কাটার আগে যথাযথ মাটি পরীক্ষাও করা হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের।

আরও পড়ুন: ত্রিপুরার উচ্চমাধ্যমিকে প্রথম কৃষকের ছেলে, ইচ্ছা  সিভিল সার্ভিস

 

আরও পড়ুন: Breaking: ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ গঙ্গোপাধ্যায়

জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া-র আধিকারিকরা আগরতলা থেকে গিয়ে ঘটনাস্থল দেখে এলেও এই বিপদের সমাধানে কোনও পরামর্শ দিতে পারেননি। অতিরিক্ত জেলাশাসক বিপ্লববাবু জানালেন, ত্লাক্সি গ্রামে প্রায় ২০০ মিটার ফাটল তৈরি হয়েছে। ৮-৯টি পরিবারকে আপত্কালীন সাহায্য করা হয়েছে।