কফ সিরাপ খেয়ে মৃত্যু বহু শিশুর, ভারতীয় সিরাপ নিয়ে সতর্কবার্তা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

- আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার
- / 110
পুবের কলম, ওয়েবডেস্ক: কফ সিরাপ খেয়ে মধ্যপ্রদেশ এবং রাজস্থানে ২০ জনের বেশি শিশুর মৃত্যু হয়েছে। এমনকি বিদেশেও শিশু মৃত্যু ঘটনা ঘটেছে। সামান্য জ্বর থেকেই আচমকা কিডনি বিকল হয়ে মৃত্যু হচ্ছিল শিশুদের। যা নিয়ে দেশজুড়ে আতঙ্ক তৈরি হয়।
ভারতের তৈরি কফ সিরাপ নিয়ে এবার সতর্কবার্তা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু (WHO)। কফ সিরাপ ও ওষুধ প্রস্তুতকারী ভারতীয় সংস্থাগুলির বিরুদ্ধে জারি করা হয়েছে সতর্কবার্তা। এই তালিকায় রয়েছে ‘ঘাতক’, ‘কোল্ডরিফ’, ‘রেসপিফ্রেশ টিআর’ ও ‘রিলাইফ’।
এক বিবৃতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, কোল্ডরিফ, রেসপিফ্রেশ টিআর ও রিলাইফ-এর তৈরি নিম্নমানের কফ সিরাপগুলি শিশুদের জন্য মারাত্মক অসুস্থতার কারণ হতে পারে। এই ওষুধগুলি অত্যন্ত বিপজ্জনক, এবং এগুলি শিশুদের প্রাণহানীর কারণ হতে পারে। দেশের কোথাও যদি এই সিরাপগুলি দেখা যায়, তাহলে তা অবিলম্বে স্বাস্থ্য সংস্থাগুলিকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, কফ সিরাপ খেয়ে দেশে ২০ জনের বেশি শিশুর মৃত্যু হয়েছে। যা নিয়ে দেশজুড়ে আতঙ্ক তৈরি হয়। দেশের স্বাস্থ্য সংস্থা ‘সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন’ হু-কে জানিয়েছে, বিপজ্জনক এই সিরাপগুলি ভারত থেকে কোথাও রপ্তানি করা হয়নি। অন্যদিকে দেশের স্বাস্থ্য সংস্থা জানায়, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ওষুধ নিয়ন্ত্রক সংস্থাগুলিকে যথাযথভাবে সমস্ত ওষুধের পরীক্ষা নিশ্চিত করতে হবে।