পুবের কলম,ওয়েবডেস্ক: শুক্রবার থেকে শুরু হওয়া ভারী বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি কেরলে। পাশাপাশি কোট্টায়াম এবং ইদুক্কির বেশ কয়েকটি জায়গা থেকে ভূমিধসের খবরও মিলেছে। প্রশাসন সূত্রে খবর, বন্যার কবলে কেরলে এখনও পর্যন্ত ২৬ জনের প্রাণ গিয়েছে। রবিবার রাত পর্যন্ত কোট্টায়ামে ১৩ জন, ইদুক্কিতে ন’জন এবং আলাপুঝায় চার জনের প্রাণ গিয়েছে। নিখোঁজ বহু মানুষ। এমনকি সোমবার সংবাদ সংস্থা প্রকাশিত একটি ভিডিয়োতে দেখা যায়, জলের স্রোতে নদীর পাড়ে থাকা একটি দোতলা বাড়ি ধসে গিয়ে মিলিয়ে গেল নদীর জলে। কিন্তু সে সময় বাড়িটিতে কেউ না থাকায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে। অন্যদিকে আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবারও বৃষ্টি হবে রাজ্যের কয়েকটি জেলায়। কিন্তু তীব্রতা কম থাকবে। লাল সতর্কতা জারি করা হয়েছে রাজ্যের পাঁচ জেলায়। উল্লেখ্য যে,আরব সাগরের দক্ষিণ-পূর্বে কেরল উপকূলে অবস্থান করছে একটি নিম্নচাপ। আর তার জেরেই চলছে বৃষ্টিপাত। রবিবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল। তবে সোমবার বৃষ্টি কিছুটা কমেছে বলে খবর। আপাতত পাঁচটি জেলায় লাল সতর্কতা জারি করা ছাড়াও দুটি জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে। আরও সাতটি জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। রবিবার রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক সারেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।অন্যদিকে সোমবারও চলছে উদ্ধারকাজ। ইতিমধ্যে এনডিআরএফের ১১টি দল, সেনার ২টি দল এবং ডিফেন্স কর্পের আরও দু’টি দল নেমেছে উদ্ধারকার্যে। হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং গোটা রাজ্য জুড়ে ১৮৪ টি ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে, যেখানে ৮০০০ হাজারেরও বেশি মানুষকে খাবার, বিছানা এবং পোশাক দেওয়া হচ্ছে। যারা ঘরবাড়ি হারিয়েছেন তাদের জন্য সরকার আর্থিক সহায়তাও ঘোষণা করেছে।
উল্লেখ্য, ২০১৮ সালেও প্রবল বৃষ্টিতে রাজ্যে প্লাবিত হয়ে প্রায় ৪০০ জন মারা গিয়েছিল। নিচু এলাকায় বসবাসকারী মানুষদের কোন সতর্কতা ছাড়াই বাঁধ খুলে দেওয়া হয়েছিল বলে অভিযোগও ওঠে সেসময়।
০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
কেরলে বন্যার কবলে মৃত ২৬, নিখোঁজ বহু মানুষ
-
সুস্মিতা - আপডেট : ১৮ অক্টোবর ২০২১, সোমবার
- 61
ট্যাগ :
26 dead
সর্বধিক পাঠিত



















