০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঈদে মিলাদ উন নবীর মিছিলে ৪০০ জনের অনুমতি গুজরাতে

গান্ধিনগর, ১৯ অক্টোবর: ঈদে মিলাদ উন নবীর সমাবেশে বড় ছাড় গুজরাতে৷ গুজরাত সরকার সোমবার বলেছে যে ঈদে মিলাদ উন নবীর মিছিলে ৪০০ লোক জড়ো হতে পারে৷ তবে শর্ত রয়েছে, তাদেরকে একটি এলাকা বা রাস্তার মধ্যেই থাকতে হবে৷ সেই এলাকার বাইরে যাওয়া যাবে না৷ প্রসঙ্গত, মঙ্গলবার দেশে নবী দিবস পালিত হয়৷ কংগ্রেসের তিনজন বিধায়ক গিয়াসউদ্দিন শেখ, ইমরান খেদাওয়ালা এবং মুহাম্মদ জাভিদ পীরজাদা রাজ্য বিজেপি সরকারকে মিছিলে অংশগ্রহণের সীমা ১৫ জন থেকে বাড়িয়ে ৪০০ জনে উন্নীত করার আবেদন জানানোর পর এই ঘোষণা এসেছে৷ রবিবার গুজরাত সরকার ঘোষণা করেছিল যে কোভিড মহামারি পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার কিছু নিষেধাজ্ঞাসহ মিছিল বের করা যেতে পারে। রবিবার স্বরাষ্ট্র দফতর এই নোটিশ জারি করার পর তিন মুসলিম বিধায়ক গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলকে একটি চিঠি পাঠিয়েছিলেন৷ তার পরেই রাজ্য নির্দেশিকায় এই পরিবর্তন আনে৷

ট্যাগ :
সর্বধিক পাঠিত

‘জয় শ্রী রাম’ বলাতে চাপ, বিজেপির রাজ্যে নির্যাতনের শিকার কাশ্মীরি ব্যবসায়ীরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ঈদে মিলাদ উন নবীর মিছিলে ৪০০ জনের অনুমতি গুজরাতে

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, মঙ্গলবার

গান্ধিনগর, ১৯ অক্টোবর: ঈদে মিলাদ উন নবীর সমাবেশে বড় ছাড় গুজরাতে৷ গুজরাত সরকার সোমবার বলেছে যে ঈদে মিলাদ উন নবীর মিছিলে ৪০০ লোক জড়ো হতে পারে৷ তবে শর্ত রয়েছে, তাদেরকে একটি এলাকা বা রাস্তার মধ্যেই থাকতে হবে৷ সেই এলাকার বাইরে যাওয়া যাবে না৷ প্রসঙ্গত, মঙ্গলবার দেশে নবী দিবস পালিত হয়৷ কংগ্রেসের তিনজন বিধায়ক গিয়াসউদ্দিন শেখ, ইমরান খেদাওয়ালা এবং মুহাম্মদ জাভিদ পীরজাদা রাজ্য বিজেপি সরকারকে মিছিলে অংশগ্রহণের সীমা ১৫ জন থেকে বাড়িয়ে ৪০০ জনে উন্নীত করার আবেদন জানানোর পর এই ঘোষণা এসেছে৷ রবিবার গুজরাত সরকার ঘোষণা করেছিল যে কোভিড মহামারি পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার কিছু নিষেধাজ্ঞাসহ মিছিল বের করা যেতে পারে। রবিবার স্বরাষ্ট্র দফতর এই নোটিশ জারি করার পর তিন মুসলিম বিধায়ক গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলকে একটি চিঠি পাঠিয়েছিলেন৷ তার পরেই রাজ্য নির্দেশিকায় এই পরিবর্তন আনে৷