২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কাপুর খানদানে এলো নতুন অতিথি, মা হলেন আলিয়া

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৬ নভেম্বর ২০২২, রবিবার
  • / 55

 

 

 

 

পুবের কলম ওয়েবডেস্ক:  অবশেষে অপেক্ষার অবসান, মা হলেন আলিয়া ভাট।কাপুর পরিবারে এল নতুন অতিথি। রণবীর-আলিয়ার প্রথম সন্তান কন্যা বলেই হাসপাতাল সূত্রের খবর। রবিবার মুম্বইয়ের গিরগাওতে এইচ এন রিলায়েন্স হাসপাতালে সকালে ভর্তি করা হয় আলিয়াকে। সকাল সাতটা নাগাদ আলিয়াকে নিয়ে হাসপাতালে আসেন রণবীর। সেই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

একে একে হাসপাতালে এসে উপস্থিত হন আলিয়ার মা সোনি রাজদান, বাবা মহেশ ভাট, রণবীরের মা নীতু সিং কাপুর, পরিবারের অন্যান্য সদস্যরা। আগামী ২৮ নভেম্বর ৩০ এ পা দেবেন আলিয়া। তার আগেই ৬ নভেম্বর  জীবনে এল নতুন অতিথি। তাই এবার ২৮ নভেম্বর কাপুর- ভাট পরিবারে গ্র্যান্ড সেলিব্রেশন হবে বলেই মনে করছেন রালিয়ার ভক্তরা।

এ বছরটা আলিয়ার জন্য বিশেষ সেটা বলার অপেক্ষা রাখে না। বিয়ে, প্রযোজনায় আসা, হলিউডে পা রাখা, তার ওপর মা হওয়া। সব মিলিয়ে আজ পূর্ণতা পেলেন তিনি। আলিয়ার মা হওয়ার খবর মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নেটিজেনরা সকলে আলিয়া আর রণবীর কাপুরকে অভিনন্দন জানাচ্ছেন। জানা গেছে, প্রাকৃতিক নিয়মে সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া। এখন মা আর শিশু দুজনেই সুস্থ আছেন।

গত ১৪ এপ্রিল সাদামাটা অনুষ্ঠানের মধ্যে আলিয়া আর রণবীর সাতপাকে বাঁধা পড়েছিলেন। এই দম্পতির বিয়ের অনুষ্ঠানে পরিবারের সদস্য ছাড়া ঘনিষ্ঠ কিছু বন্ধুবান্ধব উপস্থিত ছিলেন। বিয়ের কিছু দিন পরেই আলিয়া জানান যে তিনি মা হতে চলেছেন। অন্তঃসত্ত্বাকালীন তিনি হলিউড ছবি ‘হার্ট অব স্টোন’ ছবির শুটিং করেছিলেন। রণবীরের সঙ্গে তাকে ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতেও দেখা গিয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কাপুর খানদানে এলো নতুন অতিথি, মা হলেন আলিয়া

আপডেট : ৬ নভেম্বর ২০২২, রবিবার

 

 

 

 

পুবের কলম ওয়েবডেস্ক:  অবশেষে অপেক্ষার অবসান, মা হলেন আলিয়া ভাট।কাপুর পরিবারে এল নতুন অতিথি। রণবীর-আলিয়ার প্রথম সন্তান কন্যা বলেই হাসপাতাল সূত্রের খবর। রবিবার মুম্বইয়ের গিরগাওতে এইচ এন রিলায়েন্স হাসপাতালে সকালে ভর্তি করা হয় আলিয়াকে। সকাল সাতটা নাগাদ আলিয়াকে নিয়ে হাসপাতালে আসেন রণবীর। সেই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

একে একে হাসপাতালে এসে উপস্থিত হন আলিয়ার মা সোনি রাজদান, বাবা মহেশ ভাট, রণবীরের মা নীতু সিং কাপুর, পরিবারের অন্যান্য সদস্যরা। আগামী ২৮ নভেম্বর ৩০ এ পা দেবেন আলিয়া। তার আগেই ৬ নভেম্বর  জীবনে এল নতুন অতিথি। তাই এবার ২৮ নভেম্বর কাপুর- ভাট পরিবারে গ্র্যান্ড সেলিব্রেশন হবে বলেই মনে করছেন রালিয়ার ভক্তরা।

এ বছরটা আলিয়ার জন্য বিশেষ সেটা বলার অপেক্ষা রাখে না। বিয়ে, প্রযোজনায় আসা, হলিউডে পা রাখা, তার ওপর মা হওয়া। সব মিলিয়ে আজ পূর্ণতা পেলেন তিনি। আলিয়ার মা হওয়ার খবর মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নেটিজেনরা সকলে আলিয়া আর রণবীর কাপুরকে অভিনন্দন জানাচ্ছেন। জানা গেছে, প্রাকৃতিক নিয়মে সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া। এখন মা আর শিশু দুজনেই সুস্থ আছেন।

গত ১৪ এপ্রিল সাদামাটা অনুষ্ঠানের মধ্যে আলিয়া আর রণবীর সাতপাকে বাঁধা পড়েছিলেন। এই দম্পতির বিয়ের অনুষ্ঠানে পরিবারের সদস্য ছাড়া ঘনিষ্ঠ কিছু বন্ধুবান্ধব উপস্থিত ছিলেন। বিয়ের কিছু দিন পরেই আলিয়া জানান যে তিনি মা হতে চলেছেন। অন্তঃসত্ত্বাকালীন তিনি হলিউড ছবি ‘হার্ট অব স্টোন’ ছবির শুটিং করেছিলেন। রণবীরের সঙ্গে তাকে ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতেও দেখা গিয়েছে।