২২ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রাজ্যের প্রাক্তন মন্ত্রী আবু হেনা’র ইন্তেকাল

সুস্মিতা
  • আপডেট : ২১ জুলাই ২০২৫, সোমবার
  • / 60

পুবের কলম ওয়েবডেস্ক: লালগোলার প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী তথা মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সভাপতি জনাব আবু হেনা সাহেব রবিবার রাত ১০টা ৪৫ নাগাদ ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইন্না ইলাহি রাজিউন)। লালগোলা বিধানসভা কেন্দ্র থেকে ১৯৯১ সালে প্রথম জয়ী হন। ২০২১ সাল পর্যন্ত টানা বিধায়ক ছিলেন তিনি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুহাম্মদ আলীর কাছে প্রথম পরাজিত হন।

সিদ্ধার্থ শংকর রায়ের মন্ত্রিসভার ক্যাবিনেট মন্ত্রী মরহুম আব্দুস সাত্তারের বড় পুত্র এই আবু হেনা, পেশায় আইনজীবী ছিলেন। আব্দুস সাত্তারের মৃত্যুর পর বড় চাকরি ছেড়ে রাজনীতিতে পদার্পণ করেন তিনি। ২০১১ সালে তৃণমূল সরকারের প্রথম মন্ত্রিসভার কংগ্রেসের টিকিটে জয়ী হয়ে উদ্যান পালন দপ্তরের মন্ত্রী হন তিনি।

রাজ্যের প্রাক্তন মন্ত্রী আব্দুস সাত্তারের দুই পুত্রের মধ্যে আবু হেনা ছিলেন বড়। তাঁর তিন কন্যাও রয়েছেন। আবু হেনা রেখে গেলেন তার দুই পুত্র সন্তানকে। মরহুম আব্দুর সাত্তারের জামাতা ডা.আবিদ জানিয়েছেন, সোমবার সকাল ১১টা নাগাদ বহরমপুরে তাঁর মরদেহ পৌঁছানোর কথা।

বহরমপুর প্রদেশ কংগ্রেস দফতরে দু ঘন্টা তাঁর দেহ শায়িত থাকবে। এরপর লালগোলার তাঁর নিজ বাসভবনে নিয়ে যাওয়া হবে এবং তাঁর পারিবারিক কবরস্থান লালগোলাতে আসরের পর জানাজা এবং দাফন সম্পন্ন হবে। জনাব আবু হেনা বর্তমানে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি ছিলেন। সোমবার সকাল ৬টা নাগাদ তার মরদেহ সল্টলেকের বাসভবন থেকে লালগোলার উদ্দেশ্যে রওনা হবে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজ্যের প্রাক্তন মন্ত্রী আবু হেনা’র ইন্তেকাল

আপডেট : ২১ জুলাই ২০২৫, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক: লালগোলার প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী তথা মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সভাপতি জনাব আবু হেনা সাহেব রবিবার রাত ১০টা ৪৫ নাগাদ ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইন্না ইলাহি রাজিউন)। লালগোলা বিধানসভা কেন্দ্র থেকে ১৯৯১ সালে প্রথম জয়ী হন। ২০২১ সাল পর্যন্ত টানা বিধায়ক ছিলেন তিনি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুহাম্মদ আলীর কাছে প্রথম পরাজিত হন।

সিদ্ধার্থ শংকর রায়ের মন্ত্রিসভার ক্যাবিনেট মন্ত্রী মরহুম আব্দুস সাত্তারের বড় পুত্র এই আবু হেনা, পেশায় আইনজীবী ছিলেন। আব্দুস সাত্তারের মৃত্যুর পর বড় চাকরি ছেড়ে রাজনীতিতে পদার্পণ করেন তিনি। ২০১১ সালে তৃণমূল সরকারের প্রথম মন্ত্রিসভার কংগ্রেসের টিকিটে জয়ী হয়ে উদ্যান পালন দপ্তরের মন্ত্রী হন তিনি।

রাজ্যের প্রাক্তন মন্ত্রী আব্দুস সাত্তারের দুই পুত্রের মধ্যে আবু হেনা ছিলেন বড়। তাঁর তিন কন্যাও রয়েছেন। আবু হেনা রেখে গেলেন তার দুই পুত্র সন্তানকে। মরহুম আব্দুর সাত্তারের জামাতা ডা.আবিদ জানিয়েছেন, সোমবার সকাল ১১টা নাগাদ বহরমপুরে তাঁর মরদেহ পৌঁছানোর কথা।

বহরমপুর প্রদেশ কংগ্রেস দফতরে দু ঘন্টা তাঁর দেহ শায়িত থাকবে। এরপর লালগোলার তাঁর নিজ বাসভবনে নিয়ে যাওয়া হবে এবং তাঁর পারিবারিক কবরস্থান লালগোলাতে আসরের পর জানাজা এবং দাফন সম্পন্ন হবে। জনাব আবু হেনা বর্তমানে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি ছিলেন। সোমবার সকাল ৬টা নাগাদ তার মরদেহ সল্টলেকের বাসভবন থেকে লালগোলার উদ্দেশ্যে রওনা হবে।