০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

নবান্নের সামনে দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল লরি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৩ মার্চ ২০২৩, বৃহস্পতিবার
  • / 91

দুর্ঘটনার ছবি-প্রীতম কোলে

প্রীতম কোলে, সুমন আদক: হাওড়া:  ফের দুর্ঘটনা নবান্নর কাছে। এবার দ্বিতীয় হুগলি সেতুর সংযোগকারী রাস্তার শার্প বেন্ডের ইউটার্নের মুখে মাল বোঝাই লরি ওভারলোডের কারণে দুর্ঘটনার কবলে পড়ে। গাড়ি থেকে সব প্লাইবোর্ড পড়ে যায় রাস্তায়। বিঘ্ন হয় যান চলাচলে। এর কয়েকদিন আগেও গত সোমবার নবান্নের সামনে কোনা এক্সপ্রেসওয়েতে বালি বোঝাই লরি উল্টে বিপত্তি ঘটে।

আহত হয় চালক, খালাসি। সোমবার ভোরে নবান্নের কাছে কাজীপাড়া এবং টোলপ্লাজার সংযোগস্থলে একটি বালি বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। এর জেরে রাস্তায় বালি পড়ে পুরো রাস্তা অবরুদ্ধ হয়ে যায়।

আরও পড়ুন: আমাদের পাড়া, আমাদের সমাধান : পঞ্চায়েত স্তরের কাজ দ্রুত শেষ করতে পরিকল্পনার নির্দেশ নবান্নের

এরপর হাইরোড থেকে হাইড্রা এনে তার সাহায্যেই লরিটি তোলার ব্যবস্থা করা হয়। ওই দুর্ঘটনার জন্য রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় শিবপুর কাজীপাড়া অভিমুখী সব গাড়িকে টোলপ্লাজা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। সেই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই এদিন ফের দুর্ঘটনা ঘটল।

আরও পড়ুন: রাস্তায় পড়ে থাকা এক অজ্ঞাত পরিচয়ের যুবকের মৃতদেহ ঘিরে চাঞ্চল্য

আরও পড়ুন: হাতিবাগানে গাছ পড়ে যান চলাচল ব্যাহত

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নবান্নের সামনে দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল লরি

আপডেট : ২৩ মার্চ ২০২৩, বৃহস্পতিবার

প্রীতম কোলে, সুমন আদক: হাওড়া:  ফের দুর্ঘটনা নবান্নর কাছে। এবার দ্বিতীয় হুগলি সেতুর সংযোগকারী রাস্তার শার্প বেন্ডের ইউটার্নের মুখে মাল বোঝাই লরি ওভারলোডের কারণে দুর্ঘটনার কবলে পড়ে। গাড়ি থেকে সব প্লাইবোর্ড পড়ে যায় রাস্তায়। বিঘ্ন হয় যান চলাচলে। এর কয়েকদিন আগেও গত সোমবার নবান্নের সামনে কোনা এক্সপ্রেসওয়েতে বালি বোঝাই লরি উল্টে বিপত্তি ঘটে।

আহত হয় চালক, খালাসি। সোমবার ভোরে নবান্নের কাছে কাজীপাড়া এবং টোলপ্লাজার সংযোগস্থলে একটি বালি বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। এর জেরে রাস্তায় বালি পড়ে পুরো রাস্তা অবরুদ্ধ হয়ে যায়।

আরও পড়ুন: আমাদের পাড়া, আমাদের সমাধান : পঞ্চায়েত স্তরের কাজ দ্রুত শেষ করতে পরিকল্পনার নির্দেশ নবান্নের

এরপর হাইরোড থেকে হাইড্রা এনে তার সাহায্যেই লরিটি তোলার ব্যবস্থা করা হয়। ওই দুর্ঘটনার জন্য রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় শিবপুর কাজীপাড়া অভিমুখী সব গাড়িকে টোলপ্লাজা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। সেই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই এদিন ফের দুর্ঘটনা ঘটল।

আরও পড়ুন: রাস্তায় পড়ে থাকা এক অজ্ঞাত পরিচয়ের যুবকের মৃতদেহ ঘিরে চাঞ্চল্য

আরও পড়ুন: হাতিবাগানে গাছ পড়ে যান চলাচল ব্যাহত