নয়াদিল্লি: বাংলাদেশ-ভারত মৈত্রীর 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান ঘিরে জটিলতা তৈরি হয়েছে।
দিল্লির ললিতকলা অ্যাকাডেমিতে বাংলাদেশি শিল্লী রোকেয়া সুলতানার চিত্রকলা প্রদর্শনী হওয়ার কথা ছিল। রবিবার ওই প্রদর্শনী উদ্বোধনের জন্য প্রয়োজনীয় আয়োজনও হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে নরেন্দ্র মোদি সরকার কোনও কারণ না দেখিয়েই ওই প্রদর্শনীর উদ্বোধন স্থগিত করা নির্দেশ দিয়েছে।
লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী শুক্রবার কেন্দ্রের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। টুইটারে তিনি লেখেন, ‘বাংলাদেশি শিল্পী রোকেয়া সুলতানার একক প্রদর্শনী কোনও কারণ না দেখিয়েই স্থগিত করা হয়েছে। বেঙ্গল ফাউন্ডেশন এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ কালচারাল রিলেশনস-এর যৌথ উদ্যোগে প্রদর্শনীটি হওয়ার কথা ছিল।
০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
দিল্লিতে বাংলাদেশি শিল্পীর প্রদর্শনীর স্থগিত কেন, প্রশ্ন অধীর চৌধুরীর
-
সুস্মিতা - আপডেট : ২৩ অক্টোবর ২০২১, শনিবার
- 47
ট্যাগ :
সর্বধিক পাঠিত



















