২০ অক্টোবর ২০২৫, সোমবার, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিজেপির ‘বি টিম’ গড়তে চলছেন অমরিন্দর, কটাক্ষ পঞ্জাবেই

মাসুদ আলি
  • আপডেট : ২০ অক্টোবর ২০২১, বুধবার
  • / 44

পুবের কলম প্রতিবেদক : শীঘ্রই নয়া দল  ঘোষণা করবেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিং।এমনটা তিনি নিজেই জানিয়েছেন।২০২২ এ পঞ্জাব বিধানসভা নির্বাচন।পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ ছেড়েছেন ক্যাপ্টেন।মুখ্যমন্ত্রী পদ ছাড়ার পর অমিত শাহের সঙ্গে দেখাও করেন অমরিন্দর । তিনি বিজেপিতে যোগ দেবেন বলে শুরু হয়েছিল জল্পনাও। কিন্তু এ জল্পনা উড়িয়ে দিয়ে পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী  জানিয়েছেন বিজেপিতে নয়, নয়া দল গড়ছেন তিনি।

পঞ্জাবে বিজেপি রাজনৈতিকভাবে ভালো অবস্থায় নেই।কৃষি আইন নিয়ে গোটা পঞ্জাব বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ওপর বেজায় চোটে রয়েছে। পাঞ্জাবিদের তীব্র ক্ষোভের কারণে স্থানীয় মাটি ধরে রাখতে আকালি বিজেপি জোট থেকে বের হতে কার্যত বাধ্য হয়েছে। ফলে এই মুহূর্তে পঞ্জাবে বিজেপির অবস্থা খুবই করুণ। ফলে পঞ্জাবে তাদের পাশে থাকার মত দল দরকার। অমরিন্দর নয়া দল গড়লে নিজের স্বার্থেই বিজেপি তাকে সর্বতভাবে সাহায্য করবে।অমরিন্দরকে নাকি সে  কথা তারা জানিয়েও দিয়েছে।

আরও পড়ুন: পথ দুর্ঘটনায় নিহত কৃষক বিক্ষোভে লালকেল্লায় পতাকা তুলে শিরোনামে আসা পঞ্জাবের দীপ সিধু

তবে পোড়খাওয়া  রাজনীতিবিদ ক্যাপ্টেন জানেন এই অল্পদিনে দল গড়ে তিনিও বিশেষ সুবিধা করতে পারবেন না। ফলে তিনি অন্য দলগুলির কাছে আহ্বান জানিয়েছেন, তারা যেন তাঁর  নয়া দলের পাশে দাঁড়ায়।কংগ্রেসকে রুখতে ছোট দলগুলিকে নিয়ে জোট গড়তে চাইছেন তিনি। তবে ছোট দলগুলি কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই আহ্বানে বিশেষ পাত্তা দেয়নি। বেশ কয়েকটি রাজনৈতিক দল প্রতিক্রিয়ায় জানিয়েছে ‘উনি আগে কংগ্রেস ছাড়ুন, তারপর কথা বলুন। কেউ  কেউ অমরিন্দরের অনাগত দলকে  “বিজেপির বি টিম” বলে কটাক্ষ করেছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিজেপির ‘বি টিম’ গড়তে চলছেন অমরিন্দর, কটাক্ষ পঞ্জাবেই

আপডেট : ২০ অক্টোবর ২০২১, বুধবার

পুবের কলম প্রতিবেদক : শীঘ্রই নয়া দল  ঘোষণা করবেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিং।এমনটা তিনি নিজেই জানিয়েছেন।২০২২ এ পঞ্জাব বিধানসভা নির্বাচন।পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ ছেড়েছেন ক্যাপ্টেন।মুখ্যমন্ত্রী পদ ছাড়ার পর অমিত শাহের সঙ্গে দেখাও করেন অমরিন্দর । তিনি বিজেপিতে যোগ দেবেন বলে শুরু হয়েছিল জল্পনাও। কিন্তু এ জল্পনা উড়িয়ে দিয়ে পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী  জানিয়েছেন বিজেপিতে নয়, নয়া দল গড়ছেন তিনি।

পঞ্জাবে বিজেপি রাজনৈতিকভাবে ভালো অবস্থায় নেই।কৃষি আইন নিয়ে গোটা পঞ্জাব বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ওপর বেজায় চোটে রয়েছে। পাঞ্জাবিদের তীব্র ক্ষোভের কারণে স্থানীয় মাটি ধরে রাখতে আকালি বিজেপি জোট থেকে বের হতে কার্যত বাধ্য হয়েছে। ফলে এই মুহূর্তে পঞ্জাবে বিজেপির অবস্থা খুবই করুণ। ফলে পঞ্জাবে তাদের পাশে থাকার মত দল দরকার। অমরিন্দর নয়া দল গড়লে নিজের স্বার্থেই বিজেপি তাকে সর্বতভাবে সাহায্য করবে।অমরিন্দরকে নাকি সে  কথা তারা জানিয়েও দিয়েছে।

আরও পড়ুন: পথ দুর্ঘটনায় নিহত কৃষক বিক্ষোভে লালকেল্লায় পতাকা তুলে শিরোনামে আসা পঞ্জাবের দীপ সিধু

তবে পোড়খাওয়া  রাজনীতিবিদ ক্যাপ্টেন জানেন এই অল্পদিনে দল গড়ে তিনিও বিশেষ সুবিধা করতে পারবেন না। ফলে তিনি অন্য দলগুলির কাছে আহ্বান জানিয়েছেন, তারা যেন তাঁর  নয়া দলের পাশে দাঁড়ায়।কংগ্রেসকে রুখতে ছোট দলগুলিকে নিয়ে জোট গড়তে চাইছেন তিনি। তবে ছোট দলগুলি কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই আহ্বানে বিশেষ পাত্তা দেয়নি। বেশ কয়েকটি রাজনৈতিক দল প্রতিক্রিয়ায় জানিয়েছে ‘উনি আগে কংগ্রেস ছাড়ুন, তারপর কথা বলুন। কেউ  কেউ অমরিন্দরের অনাগত দলকে  “বিজেপির বি টিম” বলে কটাক্ষ করেছে।