৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আম গাছের চারা লাগানোকে কেন্দ্র করে মারধরের ঘটনা

দেবশ্রী মজুমদার, নলহাটি: আম গাছের চারা লাগানোকে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটলো নলহাটির থানার অন্তর্গত কাটাগড়িয়া পঞ্চায়েত এলাকায়। অভিযোগ, প্রধানের স্বামী মারধর করে এক পরিবারের দুই সদস্যকে। এদিন লোহাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আহতদের চিকিংসকা করা হয়।
আহতরা হলেন প্রধানের স্বামী তাপস মালের আত্মীয় ।
আহত মাধাব মাল বলেন, আজ বেলার দিকে আম গাছের চারা গাছ লাগতে যায়। তখন আশান্তি বাঁধায় আমার ভাইপো তাপস মাল ও তাঁর স্ত্রী কাঞ্চনা মাল। কাঞ্চনা মাল বর্তমান কাঁটাগড়িয়া পঞ্চায়েতের প্রধান। আমার স্ত্রী ও ছেলে কে মারধর করেছে তারা । আমার স্ত্রী কে ধারালো অস্ত্র দিয়ে হাত কোঁপ মেরেছে। আর আমার ছেলেকে ইট দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে। আর আমাকে প্রাণে মেরে ফেলা দেওয়ার হুমকি দিয়েছে তাপস মাল।
কাঁটাগড়িয়া পঞ্চায়েত প্রধানকে এই বিষয়ে জানতে চাওয়া হলে উনি কোন উত্তর পাওয়া যায় নি।
এলাকার বাসিন্দা বাবর আলি জানান, পঞ্চায়েত প্রধান ও তার আত্মীয়ের মধ্যে আশান্তি ও মারধর ঘটনা ঘটেছে । দুই তরফ মারধর করেছে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

মানুষকে বড্ড হয়রান হতে হচ্ছে, অশুভ শক্তির বিনাশ হোক: এসআইআর নিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আম গাছের চারা লাগানোকে কেন্দ্র করে মারধরের ঘটনা

আপডেট : ১৮ জুলাই ২০২১, রবিবার

দেবশ্রী মজুমদার, নলহাটি: আম গাছের চারা লাগানোকে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটলো নলহাটির থানার অন্তর্গত কাটাগড়িয়া পঞ্চায়েত এলাকায়। অভিযোগ, প্রধানের স্বামী মারধর করে এক পরিবারের দুই সদস্যকে। এদিন লোহাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আহতদের চিকিংসকা করা হয়।
আহতরা হলেন প্রধানের স্বামী তাপস মালের আত্মীয় ।
আহত মাধাব মাল বলেন, আজ বেলার দিকে আম গাছের চারা গাছ লাগতে যায়। তখন আশান্তি বাঁধায় আমার ভাইপো তাপস মাল ও তাঁর স্ত্রী কাঞ্চনা মাল। কাঞ্চনা মাল বর্তমান কাঁটাগড়িয়া পঞ্চায়েতের প্রধান। আমার স্ত্রী ও ছেলে কে মারধর করেছে তারা । আমার স্ত্রী কে ধারালো অস্ত্র দিয়ে হাত কোঁপ মেরেছে। আর আমার ছেলেকে ইট দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে। আর আমাকে প্রাণে মেরে ফেলা দেওয়ার হুমকি দিয়েছে তাপস মাল।
কাঁটাগড়িয়া পঞ্চায়েত প্রধানকে এই বিষয়ে জানতে চাওয়া হলে উনি কোন উত্তর পাওয়া যায় নি।
এলাকার বাসিন্দা বাবর আলি জানান, পঞ্চায়েত প্রধান ও তার আত্মীয়ের মধ্যে আশান্তি ও মারধর ঘটনা ঘটেছে । দুই তরফ মারধর করেছে।