০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
জন্ম-মৃত্যু শংসাপত্র, এবার আবেদন হোয়াটসঅ্যাপে

পুবের কলম
- আপডেট : ১৯ নভেম্বর ২০২১, শুক্রবার
- / 16
পুবের কলম প্রতিবেদকঃ এবার থেকে জন্ম-মৃত্যুর শংসাপত্র পেতে আবেদন করা যাবে হোয়াটসঅ্যাপেও। এই আবেদনেই মিলবে শংসাপত্র। কলকাতা পুরসভা এমনই ব্যবস্থা করতে চলেছে। সেই লক্ষ্যে পুরসভার তরফে একটি হোয়াটসঅ্যাপ নম্বরও চালু করা হয়েছে। ৮৩৩৫৯৯৯১১১ নম্বরে হোয়াটসঅ্যাপ করে আবেদন করা যাবে জন্ম ও মৃত্যুর শংসাপত্রের। সেখানেই জানাতে হবে জন্ম বা মৃত্যুর সংক্রান্ত তথ্য। সঙ্গে জানাতে হবে ঠিকানাও।
শংসাপত্র তৈরি হয়ে গেলে তা জানানো হবে ওই হোয়াটসঅ্যাপ নম্বরেই। কলকাতা পুরসভার কোন অফিসে গেলে শংসাপত্র কীভাবে পাবেন– তাও জানিয়ে দেওয়া হবে। ডিসেম্বর থেকেই এই পরিষেবা চালু হবে।
Tag :
Birth-death certificate