পুবের কলম ওয়েবডেস্কঃ সোমবার তৃণমূলে যোগ দিয়েছেন বিষ্ণুুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। এই দলবদলকে নিশানা করে এবার আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দুর দাবি ভয় দেখিয়ে এই দলবদল করানো হয়েছে। মুকুল রায়ের মত তন্ময়ের বিরুদ্ধেও আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলের।
দলবদল প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা জানান, ‘আমি তন্ময় ঘোষকে চিঠি দেব, তাঁর রাজনৈতিক অবস্থান জানার জন্য। আমি জানি, তিনি কোনও উত্তর দিতে পারবেন না”।
শুভেন্দু আরও বলেন “কিছুদিন আগেই দলের প্রাক্তন বিধায়ক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। এই গ্রেফতারির পরই এখনকার বিধায়ককে তড়িঘড়ি যোগদান করতেই হল। কারণ মুখ্যমন্ত্রীর পুলিশ তাঁকে ভয় দেখিয়েছে।’’
৩১ ডিসেম্বর ২০২৫, বুধবার, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
বিষ্ণুপুরের বিধায়কের তৃণমূলে যোগদান, আদালতে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর
-
সুস্মিতা - আপডেট : ৩১ অগাস্ট ২০২১, মঙ্গলবার
- 19
ট্যাগ :
Bishnupur MLA joins grassroots
সর্বধিক পাঠিত



































