০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী কোচবিহারের চন্দ্রচূড় সেন, চিকিৎসক হতে চায়

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২ মে ২০২৪, বৃহস্পতিবার
  • / 25

মায়ের সঙ্গে চন্দ্রচূড় সেন।

রুবায়েত মোস্তফা, কোচবিহার: প্রকাশিত হয়েছে ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। মেধাতালিকায় এবারও শীর্ষে জেলার স্কুল। কোচবিহার জেলা শহরে অবস্থিত কোচবিহার রাম ভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন ৬৯৩ নম্বরকে মেধাতালিকার একেবারে শীর্ষে রয়েছে। শতাংশের নিরিখে চন্দ্রচূড়ের নম্বর ৯৯ শতাংশ। চন্দ্রচূড়ের প্রাপ্ত নম্বর বাংলা ৯৯, ইংরেজি ৯৯, অংক ১০০, ফিজিক্যাল সাইন্স ৯৭, লাইফ সাইন্স ১০০, ইতিহাস ৯৮, ভূগোল ১০০, বিজ্ঞান নিয়ে পড়ে ভবিষ্যতে চিকিৎসক হতে চায় চন্দ্রচুড়। চন্দ্রচূড় জানায়, তাঁর কোনও বাঁধাধরা সময় ছিল না পড়াশোনার। যখন ভালো লাগত তখন পড়ত। পড়াশোনা ছাড়াও আবৃত্তি, গল্পের বই পড়া, গানে আগ্রহ রয়েছে চন্দ্রচূড়ের।

চন্দ্রচূড়ের বাবা সুশান্ত সেন কাঠের ব্যবসায়ী। তার পাশাপাশি ঠিকাদারিও করেন। চন্দ্রচূড়ের মা মৌসুমি সেন ছেলের এই অভাবনীয় রেজাল্ট তাদেরকে যারপরনাই খুশি করেছে। এদিন কোচবিহার শহরের বিশিষ্ট জনেরা চন্দ্রচূড়ের বাড়িতে ভিড় করেছিল চন্দ্রচূড়কে শুভেচ্ছা জানাতে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী কোচবিহারের চন্দ্রচূড় সেন, চিকিৎসক হতে চায়

আপডেট : ২ মে ২০২৪, বৃহস্পতিবার

রুবায়েত মোস্তফা, কোচবিহার: প্রকাশিত হয়েছে ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। মেধাতালিকায় এবারও শীর্ষে জেলার স্কুল। কোচবিহার জেলা শহরে অবস্থিত কোচবিহার রাম ভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন ৬৯৩ নম্বরকে মেধাতালিকার একেবারে শীর্ষে রয়েছে। শতাংশের নিরিখে চন্দ্রচূড়ের নম্বর ৯৯ শতাংশ। চন্দ্রচূড়ের প্রাপ্ত নম্বর বাংলা ৯৯, ইংরেজি ৯৯, অংক ১০০, ফিজিক্যাল সাইন্স ৯৭, লাইফ সাইন্স ১০০, ইতিহাস ৯৮, ভূগোল ১০০, বিজ্ঞান নিয়ে পড়ে ভবিষ্যতে চিকিৎসক হতে চায় চন্দ্রচুড়। চন্দ্রচূড় জানায়, তাঁর কোনও বাঁধাধরা সময় ছিল না পড়াশোনার। যখন ভালো লাগত তখন পড়ত। পড়াশোনা ছাড়াও আবৃত্তি, গল্পের বই পড়া, গানে আগ্রহ রয়েছে চন্দ্রচূড়ের।

চন্দ্রচূড়ের বাবা সুশান্ত সেন কাঠের ব্যবসায়ী। তার পাশাপাশি ঠিকাদারিও করেন। চন্দ্রচূড়ের মা মৌসুমি সেন ছেলের এই অভাবনীয় রেজাল্ট তাদেরকে যারপরনাই খুশি করেছে। এদিন কোচবিহার শহরের বিশিষ্ট জনেরা চন্দ্রচূড়ের বাড়িতে ভিড় করেছিল চন্দ্রচূড়কে শুভেচ্ছা জানাতে।