কলকাতাতে মেঘলা আকাশ, বিক্ষিপ্ত হালকা বৃষ্টির পূর্বাভাস

- আপডেট : ২ অগাস্ট ২০২১, সোমবার
- / 38
পুবের কলম, ওয়েবডেস্ক: কয়েকদিনের প্রবল বৃষ্টির পর সবে মাত্র স্বস্তির নিঃশ্বাস ফেলেছে কলকাতা। তবে নিম্নচাপের জের এখনও অব্যাহত। তার প্রভাবে কলকাতাতে মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা গয়া মালদা, ত্রিপুরা হয়ে বাংলাদেশে চলে গেছে। এছাড়া বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গে উপকূলে রয়েছে একটা ঘূর্ণাবর্ত রয়েছে। এর ফলে উপকূল জেলাগুলোতে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে ৪ তারিখ ও ৫ ভারী বৃষ্টি হবে। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টি হবে। কলকাতাতে মেঘলা আকাশ বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হবে। বাকি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়ায় ও সর্বনিম্ন তাপমাত্রা ২৮ থাকবে।