স্বল্প সঞ্চয় নিয়ে এজেন্টদের কমিশনে কোপ, কেন্দ্রের ভ্রান্তি নীতির বিরুদ্ধে আন্দোলন

- আপডেট : ১৭ জুলাই ২০২২, রবিবার
- / 14
পুবের কলম প্রতিবেদক, বসিরহাটঃ ডাক বিভাগের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বল্প সঞ্চয় প্রকল্পের এজেন্টদের কমিশন কমিয়ে দেওয়ার পাশাপাশি বহু প্রকল্প বন্ধ করার পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদে সামিল হল এজেন্টরা। শনিবার বসিরহাট পোস্ট অফিস থেকে সারা বসিরহাট শহর ঘুরে এই মিছিল শেষ হবে টাউন হলে গিয়ে। কয়েক হাজার এজেন্ট এই প্রতিবাদ মিছিল অংশগ্রহণ করে।
তাদের দাবি স্বল্প সঞ্চয় প্রকল্প কে কেন্দ্র যেভাবে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই।পাশাপাশি এই সমস্ত প্রকল্পে হাজার হাজার কর্মী জীবন জীবিকা নির্বাহ করে। তাদের এক শোচনীয় অবস্থার মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা চলছে।
কেন্দ্রের এই ভ্রান্ত নীতিকে আমরা ধিক্কার জানাই। পাশাপাশি আমাদের দাবি যথাযথ কমিশন দিয়ে স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদ বাড়িয়ে উপভোক্তাদের সুবিধা দিতে হবে। বিশেষ করে বার্ধক্য প্রকল্পে চরম অসুবিধার মধ্যে যারা তাদেরও সমস্যার সমাধান করতে হবে। তারা হুঁশিয়ারি দেন ,প্রতিবাদ মিছিলে এই সমস্যার যদি কোন সমস্যার সমাধান না হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবো। রাজপথ অবরুদ্ধ করে দেব। এই মুহূর্তে দেশ জুড়ে ছয়লক্ষ এজেন্ট এবং এই রাজ্যে ২৫ হাজার এজেন্ট স্বল্প সঞ্চয় প্রকল্পের এজেন্ট হিসেবে যুক্ত।