৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে আরবি ও সাংবাদিকতা পড়ানোর দাবিতে উপাচার্যের দরবারে এসআইও

পুবের কলম প্রতিবেদক: মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে প্রথম শিক্ষাবর্ষের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রায় ১৪টি বিষয় নথিভুক্ত হলেও পঠনপাঠনের তালিকায় বাদ পড়েছে আরবি ভাষা সহ বেশ কতকগুলি গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন মহল থেকে আরবি ভাষা ও সাহিত্য সংযুক্ত করার দাবি উঠেছে। এবার মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে আরবি ও সাংবাদিকতা পড়ানোর দাবি নিয়ে উপাচার্য ড. সুজাতা বাগচীর সঙ্গে সাক্ষাৎ করলো এসআইও। ১৪ টি বিষয়ে পড়াশোনা শুরুর জন্য উচ্চ শিক্ষা দপ্তর থেকে উপাচার্যের কাছে নোটিশ পাঠানাে হয়েছে, যদিও আরবি ভাষা এবং সাংবাদিকতার মত বিষয় স্থান পায়নি। মুর্শিদাবাদের অধিকাংশ কলেজে আরবি ও ধর্মতত্ত্ব পড়ানো হয়। উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাহাবুদ্দিন মন্ডল বলেন, “মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষা এবং সাহিত্য পড়ানো অত্যন্ত জরুরি।” এছাড়াও তিনি সাংবাদিকতা ও রসায়নের মত বিষয়কে এই শিক্ষাবর্ষ থেকেই পড়ানো শুরু করার জন্য সওয়াল করেন। মুর্শিদাবাদ জেলার এসআইও’র সভাপতি মুহাম্মদ কুতুবউদ্দিন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য দীর্ঘ আন্দোলনের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “আমরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য যেমন অগ্রণী ভূমিকা নিয়েছি, তেমনই বিশ্ববিদ্যালয়ে যথাযথ পঠনপাঠনের জন্যও সোচ্চার হবো।”
এসআইও’র আরও দাবি, অবিলম্বে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ ক্যাম্পাস গড়ে তুলতে হবে। বহরমপুর ছেড়ে জেলার মধ্যভাগের কোন স্থান নির্বাচনের জন্যও সংগঠনের পক্ষ থেকে জোরালো দাবি তোলা হয়।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

মানুষকে বড্ড হয়রান হতে হচ্ছে, অশুভ শক্তির বিনাশ হোক: এসআইআর নিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে আরবি ও সাংবাদিকতা পড়ানোর দাবিতে উপাচার্যের দরবারে এসআইও

আপডেট : ১৯ জুলাই ২০২১, সোমবার

পুবের কলম প্রতিবেদক: মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে প্রথম শিক্ষাবর্ষের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রায় ১৪টি বিষয় নথিভুক্ত হলেও পঠনপাঠনের তালিকায় বাদ পড়েছে আরবি ভাষা সহ বেশ কতকগুলি গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন মহল থেকে আরবি ভাষা ও সাহিত্য সংযুক্ত করার দাবি উঠেছে। এবার মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে আরবি ও সাংবাদিকতা পড়ানোর দাবি নিয়ে উপাচার্য ড. সুজাতা বাগচীর সঙ্গে সাক্ষাৎ করলো এসআইও। ১৪ টি বিষয়ে পড়াশোনা শুরুর জন্য উচ্চ শিক্ষা দপ্তর থেকে উপাচার্যের কাছে নোটিশ পাঠানাে হয়েছে, যদিও আরবি ভাষা এবং সাংবাদিকতার মত বিষয় স্থান পায়নি। মুর্শিদাবাদের অধিকাংশ কলেজে আরবি ও ধর্মতত্ত্ব পড়ানো হয়। উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাহাবুদ্দিন মন্ডল বলেন, “মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষা এবং সাহিত্য পড়ানো অত্যন্ত জরুরি।” এছাড়াও তিনি সাংবাদিকতা ও রসায়নের মত বিষয়কে এই শিক্ষাবর্ষ থেকেই পড়ানো শুরু করার জন্য সওয়াল করেন। মুর্শিদাবাদ জেলার এসআইও’র সভাপতি মুহাম্মদ কুতুবউদ্দিন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য দীর্ঘ আন্দোলনের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “আমরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য যেমন অগ্রণী ভূমিকা নিয়েছি, তেমনই বিশ্ববিদ্যালয়ে যথাযথ পঠনপাঠনের জন্যও সোচ্চার হবো।”
এসআইও’র আরও দাবি, অবিলম্বে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ ক্যাম্পাস গড়ে তুলতে হবে। বহরমপুর ছেড়ে জেলার মধ্যভাগের কোন স্থান নির্বাচনের জন্যও সংগঠনের পক্ষ থেকে জোরালো দাবি তোলা হয়।