পুবের কলম ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের সাগরদিঘির চামুন্ডায় বস্ত্র বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয় বুধবার। চামুন্ডা কুমোরপাড়া এলাকার প্রায় ১০০ জন মহিলাকে শাড়ি ও কয়েকজনকে লুঙ্গি বিতরণ করা হয় এদিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী সাহিন হোসেন, বিশেষ অতিথি ছিলেন মনিগ্রাম ডন বস্কর ফাদার ইয়াকুব।
চামুণ্ডা কুমোরপাড়া পুজো কমিটির সভাপতি স্বপন পাল, সমাজসেবী আরব আলি,অমিত পাল,মন্টু পাল প্রমুখরা এলাকাবাসীদের হাতে বস্ত্র তুলে দেন ।
উৎসবে অন্ন বস্ত্র দিয়ে মানুষের পাশে দাঁড়ানোয় এই প্রয়াস সময়োপযোগী। পাশাপাশি এই মহতী উদ্যোগ সব ধর্মের মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে সম্প্রীতির নজির গড়েছেন বলে জানান সাহিন হোসেন।অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিশ্বজিৎ পাল।
০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
সাগরদিঘির চামুণ্ডায় বস্ত্র বিতরণে সম্প্রীতির নজির
-
সুস্মিতা - আপডেট : ১৩ অক্টোবর ২০২১, বুধবার
- 34
ট্যাগ :
সর্বধিক পাঠিত


























