ফের অন্ধ্রে পদপিষ্ট হয়ে একাধিক মৃত্যু, মন্দিরে ভক্তদের হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত অন্তত ৯
- আপডেট : ১ নভেম্বর ২০২৫, শনিবার
- / 88
পুবের কলম, ওয়েবডেস্ক: ফের পদপিষ্টে মৃত্যুর ঘটনা দেশে। অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্ট হয়ে বেশ কয়েকজন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। পদপিষ্ট হয়ে অন্তত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন একাধিক। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। আহতদের উদ্ধর করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হচ্ছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, শনিবার একাদশী উপলক্ষে কাশিবুগ্গার ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে ভক্তদের বিশাল সমাবেশে ঘটেছিল। সেই সময়ই পদপিষ্টের ঘটনাটি ঘটে। আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ এবং রাজ্যের কৃষিমন্ত্রী কে আটচান্নাইদু তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাস্থলে ছুটে যান।
পদপিষ্টে ৯ জনের মৃত্যু নিয়ে শোক প্রকাশ করেছেন রাজ্যপাল এস আব্দুল নাজির। তিনি আহত পুণ্যার্থীদের উন্নত চিকিৎসা সেবা প্রদানের জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। এদিকে অন্ধ্রের মুখ্যমন্ত্রী পদপিষ্টের ঘটনায় মৃত্যুর কারণে শোকপ্রকাশ করে বলেন, “শ্রীকাকুলাম জেলার কাশিবুগ্গার ভেঙ্কটেশ্বর মন্দিরে পদপিষ্টের ঘটনায় মর্মাহত। এই মর্মান্তিক ঘটনায় ভক্তদের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। আমি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
প্রসঙ্গত, ২৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কারুরে অভিনেতা-রাজনীতিবিদ এবং টিভিকে প্রধান বিজয়ের নেতৃত্বে একটি সমাবেশে পদপিষ্ট হয়ে ৪১ জন নিহত হন। ৫০ জনেরও বেশি আহত হন। ফের একবার অন্ধ্রে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটল।



















