অনলাইন বেটিং মামলা, উইনজো গেমসের দুই কর্তাকে গ্রেফতার করল ইডি
- আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার
- / 28
পুবের কলম, ওয়েবডেস্ক: বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হল উইনজো গেমস প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর সৌম্য সিং রাঠোর এবং পবন নন্দাকে। অনলাইন বেটিং মামলায় বুধবার বেঙ্গালুরু থেকে উইনজো গেমস প্রাইভেট লিমিটেডের দুই কর্তাকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গ্রেফতার হওয়া দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার বেঙ্গালুরুর জ়োনাল অফিসে ডেকে পাঠানো হয়েছিল। সেখানে জিজ্ঞাসাবাদের পরে গ্রেপ্তার করা হয় তাঁদের। বৃহস্পতিবার গ্রেপ্তারির কথা জানিয়েছেন ইডি অফিসাররা। উল্লেখ্য, উইনজো গেমিং অ্যাপের বিরুদ্ধে মামলায় ১৮ নভেম্বর থেকে ২২ নভেম্বরের মধ্যে দিল্লি এবং গুরগাঁওয়ের চারটি স্থানে তল্লাশি অভিযান চালিয়েছিল প্রায় ৫০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি।
এ বছরেই অনলাইন মানি গেমিং নিষিদ্ধ করেছে কেন্দ্র। এর পরে একাধিক গেমিং প্ল্যাটফর্মের ঝাঁপ বন্ধ হয়েছে। কিন্তু অনলাইন মানি গেমিং নিষিদ্ধ হওয়ার পরে গ্রাহকদের টাকা ফিরিয়ে দিতে হতো গ্রাহকদের। উইনজ়োর দুই কর্তার বিরুদ্ধে সেই নির্দেশ না মানার অভিযোগ রয়েছে। ইডি-র অভিযোগ গেমারদের ৪৩ কোটি টাকা আটকে রাখেন সৌম ও পবন। প্রভিশন অফ দ্য প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (PMLA)-এর অধীনে গত সপ্তাহেই উইনজ়ো এবং গেমক্রাফ্টের অফিসে হানা দেন ইডি আধিকারিকরা। রিয়েল মানি গেমিংয়ের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগও রয়েছে এই সংস্থার বিরুদ্ধে। এনিয়ে তদন্তে নামে ইডি।



























