২০ অগাস্ট ২০২৫, বুধবার, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বেনোলিম ও নুভেম কে বাদ দিয়ে গোয়ায় ৩৮ আসনে প্রার্থী দেওয়ার কথা জানাল বিজেপি

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৪ জানুয়ারী ২০২২, শুক্রবার
  • / 8

 

পুবের কলম ওয়েবডেস্কঃ ৪০ আসন বিশিষ্ট গোয়া বিধানসভার ৩৮ টি আসনের জন্য প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করল বিজেপি। আজ শুক্রবার গোয়া বিজেপির এক শীর্ষ নেতা সংবাদসংস্থাকে এই কথা জানিয়েছেন। ওই বিজেপি নেতা আরও বলেন বেনোলিম এবং নুভেম এই কেন্দ্র দুটিতে কোন প্রার্থী দেবেনা বিজেপি। এই দুটি বিধানসভা কেন্দ্র মূলত খ্রিস্টান অধ্যুষিত। আগামী ১৪ ফেব্রুয়ারি গোয়া বিধানসভার নির্বাচন।

আরও পড়ুন: কংগ্রেসের চাপেই গব্বর সিং ট্যাক্স কমাচ্ছেন মোদি: জয়রাম

 

আরও পড়ুন: স্বাধীনতা দিবসের ভাষণে মোদির মুখে আরএসএস-এর প্রশংসা

ট্রেন্ড বলছে বেনোলিম এবং নুভেম কেন্দ্র দুটিতে বরাবরই জয় পেয়ে এসেছেন অবিজেপি প্রার্থীরা। গোয়ার বিধানসভা নির্বাচনে এই আসন দুটির ভোট নির্নায়কও হয়ে ওঠে।

আরও পড়ুন: রাজ্য বিজেপির সভাপতি হলেন শমীক ভট্টাচার্য, বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নাম ঘোষণা

উদাহরণ স্বরুপ বলা যেতে পারে ২০১৭ সালে এই বেনোলিম কেন্দ্র থেকে এনসিপির টিকিটে জয় লাভ করেন আলেমাও চার্চিল। যিনি খুব সম্প্রতি তৃণমূলে যোগ দিয়েছেন।

বিজেপি প্রার্থী দের নাম ঘোষণার জন্য গোয়ায় চলছে কোর কমিটির বৈঠক। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা গোয়া বিজেপির ইনচার্জ দেবেন্দ্র ফড়ণবীশ কোর কমিটি বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন
১৬ জানুয়ারির পর ঘোষণা করা হতে পারে প্রার্থীদের নাম। দলীয় শীর্ষ নেতৃত্ব সিলমোহর দেওয়ার পর তা ঘোষিত হবে।

গোয়া বিধানসভা নিজেদের দখলে রাখা এই মুহূর্তে বিজেপির কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ঘাড়ের ওপর নিশ্বাস ফেলছে তৃণমূল, জল মাপছে কংগ্রেস ও আপ। সবমিলিয়ে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে সবচেয়ে রঙিন রাজনৈতিক লড়াই কোঙ্কণ উপকূলের এই রাজ্যটিতে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বেনোলিম ও নুভেম কে বাদ দিয়ে গোয়ায় ৩৮ আসনে প্রার্থী দেওয়ার কথা জানাল বিজেপি

আপডেট : ১৪ জানুয়ারী ২০২২, শুক্রবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ ৪০ আসন বিশিষ্ট গোয়া বিধানসভার ৩৮ টি আসনের জন্য প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করল বিজেপি। আজ শুক্রবার গোয়া বিজেপির এক শীর্ষ নেতা সংবাদসংস্থাকে এই কথা জানিয়েছেন। ওই বিজেপি নেতা আরও বলেন বেনোলিম এবং নুভেম এই কেন্দ্র দুটিতে কোন প্রার্থী দেবেনা বিজেপি। এই দুটি বিধানসভা কেন্দ্র মূলত খ্রিস্টান অধ্যুষিত। আগামী ১৪ ফেব্রুয়ারি গোয়া বিধানসভার নির্বাচন।

আরও পড়ুন: কংগ্রেসের চাপেই গব্বর সিং ট্যাক্স কমাচ্ছেন মোদি: জয়রাম

 

আরও পড়ুন: স্বাধীনতা দিবসের ভাষণে মোদির মুখে আরএসএস-এর প্রশংসা

ট্রেন্ড বলছে বেনোলিম এবং নুভেম কেন্দ্র দুটিতে বরাবরই জয় পেয়ে এসেছেন অবিজেপি প্রার্থীরা। গোয়ার বিধানসভা নির্বাচনে এই আসন দুটির ভোট নির্নায়কও হয়ে ওঠে।

আরও পড়ুন: রাজ্য বিজেপির সভাপতি হলেন শমীক ভট্টাচার্য, বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নাম ঘোষণা

উদাহরণ স্বরুপ বলা যেতে পারে ২০১৭ সালে এই বেনোলিম কেন্দ্র থেকে এনসিপির টিকিটে জয় লাভ করেন আলেমাও চার্চিল। যিনি খুব সম্প্রতি তৃণমূলে যোগ দিয়েছেন।

বিজেপি প্রার্থী দের নাম ঘোষণার জন্য গোয়ায় চলছে কোর কমিটির বৈঠক। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা গোয়া বিজেপির ইনচার্জ দেবেন্দ্র ফড়ণবীশ কোর কমিটি বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন
১৬ জানুয়ারির পর ঘোষণা করা হতে পারে প্রার্থীদের নাম। দলীয় শীর্ষ নেতৃত্ব সিলমোহর দেওয়ার পর তা ঘোষিত হবে।

গোয়া বিধানসভা নিজেদের দখলে রাখা এই মুহূর্তে বিজেপির কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ঘাড়ের ওপর নিশ্বাস ফেলছে তৃণমূল, জল মাপছে কংগ্রেস ও আপ। সবমিলিয়ে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে সবচেয়ে রঙিন রাজনৈতিক লড়াই কোঙ্কণ উপকূলের এই রাজ্যটিতে।