০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

২০২৩ সালের ইউপিএসসিতে প্রথম ইউপির আদিত্য শ্রীবাস্তব, নজরকাড়া সাফল্য

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার
  • / 17

পুবের কলম, ওয়েবডেস্ক: প্রকাশিত হয়েছে ২০২৩ সালের ইউপিএসসি পরীক্ষার ফল। প্রথম হয়েছেন উত্তরপ্রদেশের আদিত্য শ্রীবাস্তব। শ্রীবাস্তবের জার্নি খুবই অনুপ্রেরণামূলক। তিনি তাঁর পড়াশোনা শেষ করেন, সিএমএস লখনউয়ের আলিগঞ্জ শাখা থেকে, দ্বাদশে তার স্কোর ছিল ৯৫ শতাংশ।

ইন্ডিয়ান ইন্সটিটিউট টেকনলজি কানপুর (আইআইটি কানপুর) থেকে বি টেক, মে টেক ডিগ্রি অর্জন করেন। একটি সোনার পদক পাক। কলেজ থেকেই তিনি ছিলেন মেধাবী। সেই সময় শ্রীবাস্তব গোল্ডম্যান স্যাকসে ১৫ মাস কাজ করেছেন। তবে এই অভিজ্ঞতাটি তাকে জীবনে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে শিখিয়েছিল।

কলেজ জীবন থেকেই তাঁর দক্ষতা ছিল অপরিসীম। মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ায় ছোট থেকেই একাধিক চ্যালেঞ্জ এসেছিল তার জীবনে। কিন্তু হাল ছাড়েননি আদিত্য। একটার পর একটা প্রতিবন্ধকতাকে জয় করেছেন। আদিত্যের পরিবার জানিয়েছে, ইউপিএসসিতে সফল হতে কোনওদিন প্রথাগতভাবে পড়াশোনা করেনি সে। মুখস্থবিদ্যার আশ্রয় নেয়নি। নিয়মানুবর্তিতা মেনে দেশের অন্যতম কঠিন এই পরীক্ষার প্রস্তুতি নেন আদিত্য। ‘আমরা ওকে ঘণ্টার পর ঘণ্টা পড়াশোনা করতে দেখেছি। পুরনো পড়া প্রায়ই ঝালিয়ে নিত। জোর দিত কারেন্ট অ্যাফেয়ার্সে। প্রতিটা বিষয়ে বুঝে নিয়ে তার পর সেটা কণ্ঠস্থ করত। পরীক্ষা নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই চালিয়েছে।

উল্লেখ্য, এদিন পরীক্ষা রেজাল্ট প্রকাশিত হওয়ার পর থেকেই উচ্ছ্বসিত আদিত্য শ্রীবাস্তব। আদিত্য জানিয়েছেন, সব সময় পরিবার তাঁর পাশে ছিল। পরিবারের আত্মত্যাগ তাকে লড়াই করতে অনুপ্রেরণা জুগিয়েছে।

উল্লেখ্য, ইউপিএসসি-তে দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছেন অনিমেষ প্রধান ও দোনরু রেড্ডি। এছাড়াও মেধা তালিকার প্রথম ১০-এ নাম রয়েছে পিকে সিদ্ধার্থ রামকুমার, আনমোল রাঠোর ও আশিস কুমারের। ১৬ এপ্রিল রেজাল্ট ঘোষণা করা হয়। ইউপিএসি পরীক্ষায় সফল প্রার্থীদের নাম ও রোল নম্বর প্রকাশ করেছে কমিশন। প্রভিশনাল অবস্থায় রয়েছেন ৩৫৫ জন পরীক্ষার্থীদের নাম। ইউপিএসসির মেনস পরীক্ষা হয়েছিল ২০২৩ সালের ১৫ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। অসংরক্ষিত প্রার্থীদের মধ্যে ৩৪৭ জন, ইডব্লিউএস ক্যাটাগরির ১১৬ জন এবং ওবিসি ক্যাটাগরির ৩০৩ জন, এসসি ক্যাটাগরির ১৬৫ জন, সবশেষে ৮৬ জন এসটি প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। ২০২২ ইউপিএসসিতে সিভিল সার্ভিসে শীর্ষস্থান পেয়েছিলেন ঈশিতা কিশোর।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২০২৩ সালের ইউপিএসসিতে প্রথম ইউপির আদিত্য শ্রীবাস্তব, নজরকাড়া সাফল্য

আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: প্রকাশিত হয়েছে ২০২৩ সালের ইউপিএসসি পরীক্ষার ফল। প্রথম হয়েছেন উত্তরপ্রদেশের আদিত্য শ্রীবাস্তব। শ্রীবাস্তবের জার্নি খুবই অনুপ্রেরণামূলক। তিনি তাঁর পড়াশোনা শেষ করেন, সিএমএস লখনউয়ের আলিগঞ্জ শাখা থেকে, দ্বাদশে তার স্কোর ছিল ৯৫ শতাংশ।

ইন্ডিয়ান ইন্সটিটিউট টেকনলজি কানপুর (আইআইটি কানপুর) থেকে বি টেক, মে টেক ডিগ্রি অর্জন করেন। একটি সোনার পদক পাক। কলেজ থেকেই তিনি ছিলেন মেধাবী। সেই সময় শ্রীবাস্তব গোল্ডম্যান স্যাকসে ১৫ মাস কাজ করেছেন। তবে এই অভিজ্ঞতাটি তাকে জীবনে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে শিখিয়েছিল।

কলেজ জীবন থেকেই তাঁর দক্ষতা ছিল অপরিসীম। মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ায় ছোট থেকেই একাধিক চ্যালেঞ্জ এসেছিল তার জীবনে। কিন্তু হাল ছাড়েননি আদিত্য। একটার পর একটা প্রতিবন্ধকতাকে জয় করেছেন। আদিত্যের পরিবার জানিয়েছে, ইউপিএসসিতে সফল হতে কোনওদিন প্রথাগতভাবে পড়াশোনা করেনি সে। মুখস্থবিদ্যার আশ্রয় নেয়নি। নিয়মানুবর্তিতা মেনে দেশের অন্যতম কঠিন এই পরীক্ষার প্রস্তুতি নেন আদিত্য। ‘আমরা ওকে ঘণ্টার পর ঘণ্টা পড়াশোনা করতে দেখেছি। পুরনো পড়া প্রায়ই ঝালিয়ে নিত। জোর দিত কারেন্ট অ্যাফেয়ার্সে। প্রতিটা বিষয়ে বুঝে নিয়ে তার পর সেটা কণ্ঠস্থ করত। পরীক্ষা নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই চালিয়েছে।

উল্লেখ্য, এদিন পরীক্ষা রেজাল্ট প্রকাশিত হওয়ার পর থেকেই উচ্ছ্বসিত আদিত্য শ্রীবাস্তব। আদিত্য জানিয়েছেন, সব সময় পরিবার তাঁর পাশে ছিল। পরিবারের আত্মত্যাগ তাকে লড়াই করতে অনুপ্রেরণা জুগিয়েছে।

উল্লেখ্য, ইউপিএসসি-তে দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছেন অনিমেষ প্রধান ও দোনরু রেড্ডি। এছাড়াও মেধা তালিকার প্রথম ১০-এ নাম রয়েছে পিকে সিদ্ধার্থ রামকুমার, আনমোল রাঠোর ও আশিস কুমারের। ১৬ এপ্রিল রেজাল্ট ঘোষণা করা হয়। ইউপিএসি পরীক্ষায় সফল প্রার্থীদের নাম ও রোল নম্বর প্রকাশ করেছে কমিশন। প্রভিশনাল অবস্থায় রয়েছেন ৩৫৫ জন পরীক্ষার্থীদের নাম। ইউপিএসসির মেনস পরীক্ষা হয়েছিল ২০২৩ সালের ১৫ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। অসংরক্ষিত প্রার্থীদের মধ্যে ৩৪৭ জন, ইডব্লিউএস ক্যাটাগরির ১১৬ জন এবং ওবিসি ক্যাটাগরির ৩০৩ জন, এসসি ক্যাটাগরির ১৬৫ জন, সবশেষে ৮৬ জন এসটি প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। ২০২২ ইউপিএসসিতে সিভিল সার্ভিসে শীর্ষস্থান পেয়েছিলেন ঈশিতা কিশোর।