০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ঘুরতে ভালবাসেন ! করোনা কালেও নিরাপদ এই পাহাড়ি এলাকা গুলি – একবার দেখে নিন !

ইমামা খাতুন
  • আপডেট : ৬ ফেব্রুয়ারী ২০২২, রবিবার
  • / 229

পুবের কলম ওয়েবডেস্ক :  ঘুরতে কে না ভালবাসে , কমবেশি আমরা সবাই ভ্রমন পিপাসু । কিন্ত করোনাকালে সেটা আর সম্ভব হয়নি ! করোনা সংক্রমণ কিছুটা কমেছে । তবে করোনার তৃতীয় ঢেউ ভাবাচ্ছে । কিন্ত এই সময় ঘুরতে যাওয়াটা যুক্তিযুক্ত নয় বলেই অনেকের মনে হতে পারে । কিন্ত চিন্তা করবেন না । এমন কিছু জায়গা আছে  যেখানে করোনার ঝুকি নেই ততটাও ।

 

আরও পড়ুন: Pahalgam Terror Attack: প্রাণে বাঁচলেন ত্রিপুরার ৫ পর্যটক, আতঙ্কের ঘোর এখনও কাটেনি তাঁদের

এই জয়গা গুলিকে নিরাপদ বলেই গন্য করা যেতে পারে । পাহাড়ি পরিবেশে বেড়ানোটা  তুলনামূলক স্বস্তির । এক নজরে দেখা নেওয়া যাক কিছু পাহাড়ি এলাকা –

আরও পড়ুন: মিরিকে খাদে পড়ল যাত্রীবোঝাই পর্যটকের গাড়ি, মৃত দুই আহত একাধিক

 

আরও পড়ুন: নাবালিকার সঙ্গে প্রেম, মুসলিম যুবককে পিটিয়ে খুন প্রেমিকার বাবার

১ – সিমলা: পাহাড়ের রানি ( THE QUEEN OF HILLS ) –

 

 হিমালয়ের পাদদেশে , সমুদ্রপৃষ্ঠ থেকে ২১৫৯ মিটার উচ্চতায় অবস্থিত সিমলা ভারতের অন্যতম জনপ্রিয় পাহাড়ি শহর । শহর ঘিরে রয়েছে পাইন , দেবদারু , ওক আর রডোডেনড্রনের ঘন বন ।  সিমলায় ঘুরে বেড়ানোর মতো অসংখ্য চোখ ধাঁধানো স্থান রয়েছে । শহরের একদম কেন্দ্রে রয়েছে প্রধান সড়ক মল রোড ।  এই সড়কটি সিমলার প্রাণকেন্দ্র নামে পরিচিত , অপরুপ এই সড়ক টি বিকেল বেলা হেঁটে হেঁটে ঘুরে দেখতে পারেন ।  দর্শনীয় স্থানের মধ্যে আরও আছে জাখু পাহাড়,মন্দির গির্জা ,শপিং মল , সামার হিল প্রভৃতি ।

 

২ – মুন্নার: কেরালার কাশ্মীর

 

ছয় হাজার ফুট উচ্চতায় অবস্থিত কেরালার আকর্ষণীয় পাহাড়ি শহর মুন্নার ।  চা আর মশলার ঘ্রাণে ঘিরে রেখেছে মুন্নারকে । আপনাকে এক অন্যরকম জগতে নিয়ে যেতে বাধ্য করবে । মুন্নার এতটাই সুন্দর যে, আপনি একবার গেলে বার বার যেতে চাইবেন , মন্ত্রমুগ্ধ করবে আপনাকে , চা বাগানের সবুজে ছাওয়া বিস্তীর্ণ প্রান্তর  , নানা রকম ফুলে সুশোভিত পাহাড়ি উপত্যকা, আকাশছোঁয়া পাহাড় ,  আপন বেগে প্রবাহিত নদী, রূপোর মত স্বচ্ছও ঝর্ণা , সবুজ বন – কোনও জিনিসের অভাব নেই মুন্নারে ।

 

ভারতবর্ষে অনেক সুন্দর সুন্দর পাহাড়ি পর্যটনকেন্দ্র রয়েছে যা উপভোগ করার জন্য ভারতবাসী তো বটেই সাথে বিদেশ থেকেও ছুটে আসে নানান পর্যটক , এমন কয়েকটি পাহাড়ি জায়গা হলো দার্জিলিং , মুসৌরি , মানালি , নৈনিতাল ইত্যাদি ।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ঘুরতে ভালবাসেন ! করোনা কালেও নিরাপদ এই পাহাড়ি এলাকা গুলি – একবার দেখে নিন !

আপডেট : ৬ ফেব্রুয়ারী ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক :  ঘুরতে কে না ভালবাসে , কমবেশি আমরা সবাই ভ্রমন পিপাসু । কিন্ত করোনাকালে সেটা আর সম্ভব হয়নি ! করোনা সংক্রমণ কিছুটা কমেছে । তবে করোনার তৃতীয় ঢেউ ভাবাচ্ছে । কিন্ত এই সময় ঘুরতে যাওয়াটা যুক্তিযুক্ত নয় বলেই অনেকের মনে হতে পারে । কিন্ত চিন্তা করবেন না । এমন কিছু জায়গা আছে  যেখানে করোনার ঝুকি নেই ততটাও ।

 

আরও পড়ুন: Pahalgam Terror Attack: প্রাণে বাঁচলেন ত্রিপুরার ৫ পর্যটক, আতঙ্কের ঘোর এখনও কাটেনি তাঁদের

এই জয়গা গুলিকে নিরাপদ বলেই গন্য করা যেতে পারে । পাহাড়ি পরিবেশে বেড়ানোটা  তুলনামূলক স্বস্তির । এক নজরে দেখা নেওয়া যাক কিছু পাহাড়ি এলাকা –

আরও পড়ুন: মিরিকে খাদে পড়ল যাত্রীবোঝাই পর্যটকের গাড়ি, মৃত দুই আহত একাধিক

 

আরও পড়ুন: নাবালিকার সঙ্গে প্রেম, মুসলিম যুবককে পিটিয়ে খুন প্রেমিকার বাবার

১ – সিমলা: পাহাড়ের রানি ( THE QUEEN OF HILLS ) –

 

 হিমালয়ের পাদদেশে , সমুদ্রপৃষ্ঠ থেকে ২১৫৯ মিটার উচ্চতায় অবস্থিত সিমলা ভারতের অন্যতম জনপ্রিয় পাহাড়ি শহর । শহর ঘিরে রয়েছে পাইন , দেবদারু , ওক আর রডোডেনড্রনের ঘন বন ।  সিমলায় ঘুরে বেড়ানোর মতো অসংখ্য চোখ ধাঁধানো স্থান রয়েছে । শহরের একদম কেন্দ্রে রয়েছে প্রধান সড়ক মল রোড ।  এই সড়কটি সিমলার প্রাণকেন্দ্র নামে পরিচিত , অপরুপ এই সড়ক টি বিকেল বেলা হেঁটে হেঁটে ঘুরে দেখতে পারেন ।  দর্শনীয় স্থানের মধ্যে আরও আছে জাখু পাহাড়,মন্দির গির্জা ,শপিং মল , সামার হিল প্রভৃতি ।

 

২ – মুন্নার: কেরালার কাশ্মীর

 

ছয় হাজার ফুট উচ্চতায় অবস্থিত কেরালার আকর্ষণীয় পাহাড়ি শহর মুন্নার ।  চা আর মশলার ঘ্রাণে ঘিরে রেখেছে মুন্নারকে । আপনাকে এক অন্যরকম জগতে নিয়ে যেতে বাধ্য করবে । মুন্নার এতটাই সুন্দর যে, আপনি একবার গেলে বার বার যেতে চাইবেন , মন্ত্রমুগ্ধ করবে আপনাকে , চা বাগানের সবুজে ছাওয়া বিস্তীর্ণ প্রান্তর  , নানা রকম ফুলে সুশোভিত পাহাড়ি উপত্যকা, আকাশছোঁয়া পাহাড় ,  আপন বেগে প্রবাহিত নদী, রূপোর মত স্বচ্ছও ঝর্ণা , সবুজ বন – কোনও জিনিসের অভাব নেই মুন্নারে ।

 

ভারতবর্ষে অনেক সুন্দর সুন্দর পাহাড়ি পর্যটনকেন্দ্র রয়েছে যা উপভোগ করার জন্য ভারতবাসী তো বটেই সাথে বিদেশ থেকেও ছুটে আসে নানান পর্যটক , এমন কয়েকটি পাহাড়ি জায়গা হলো দার্জিলিং , মুসৌরি , মানালি , নৈনিতাল ইত্যাদি ।